ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আইনি সহায়তা দেবে যুব আইনজীবী সমিতি

প্রকাশিত: ২০:৪০, ১ মে ২০১৬

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আইনি সহায়তা দেবে যুব আইনজীবী সমিতি

অনলাইন রিপোর্টার॥ শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে আইনি পরামর্শ এবং সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটি। আজ রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিক মেহনতি ও খেটে খাওয়া মানুষদের বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে বহুল আলোচিত সাভারের রানা প্লাজা দুর্ঘটনা, তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ সকল দুর্ঘটনায় নিহত সকল শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনাও করেন সংগঠনের নেতারা। বিবৃতিতে বলা হয়, শ্রমিক, মেহনতি, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরাই দেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। শ্রমিকরাই অক্লান্ত শ্রম দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিবৃতি আরো বলা হয়, শিল্পমালিকদের অবহেলা ও গাফিলতির কারণে ঘটে যাওয়া শ্রমিকদের মৃত্যুর মিছিলের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় সংগঠনটি। দেশের সকল শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের মানবাধিকার রক্ষা, শ্রমিকদের সকল ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে আইনগত সহায়তা দানের ঘোষণাও দেন তারা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম বিবৃতিতে স্বাক্ষর করেন।
×