ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৬, ১ মে ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. অম্বরপুর চরের কাপালীরা বন্যার কারণে হয়ে পড়ল- র. নিরাশ্রয় রর. সর্বস্বান্ত ররর. নিঃস্ব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. নওয়াপাড়া কোন নদীর তীরে অবস্থিত? ক) শীতলক্ষ্যা খ) যমুনা গ) মেঘনা ঘ) মধুমতি ৩. মানুষের মুখে মুখে ভাষা বদল হয় কীভাবে? ক) আঞ্চলিকতার প্রভাবে খ) শব্দের রূপ ও অর্থের পরিবর্তন ঘটে গ) বিকৃত উচ্চারণের মাধ্যমে ঘ) ব্যাকরণবিদদের দিকনির্দেশনায় ৪. টেপা পুতুলগুলোর মধ্যে কাদের শিল্পীমনের পরিচয় পাওয়া যায়? ক) তুর্কিদের খ) পালদের গ) সেনদের ঘ) সুলতানদের ৫. সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমার কোনটির পরিচয় দিয়েছেন? ক) কৃতজ্ঞতার খ) অকৃতজ্ঞতার গ) বুদ্ধিমত্তার ঘ) বোকামির ৬. যুদ্ধের ইতিহাসে কার রক্তাদানের কথা লেখা আছে? ক) নরের খ) নারীর গ) মাতার ঘ) বোনের ৭. কবি অরণ্য কন্যাদের কাছে কী প্রত্যাশা করেন? ক) জাগরণের খ) মৃত্যুর গ) হারিয়ে যাওয়ার ঘ) বিলীন হয়ে যাওয়ার ৮. অবিদ্যা হচ্ছে- র. তম: রর. তিমির ররর. জড়ত্ব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৯. ‘দুই বিঘা জমি’ কবিতায় কোন শব্দ ‘ভাগ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে? ক) খতে খ) ললাটে গ) ধামে ঘ) ঘটে ১০. ‘কিশোর কাজি’ গল্পে বণিক কে? ক) নাজিম খ) নিজাম গ) আজিম ঘ) আলী কোজাই ১১. প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা।-উদ্ধৃতাংশের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা হচ্ছে- ক) নারী খ) প্রার্থী গ) জাগো তবে অরণ্য কন্যারা ঘ) একুশের গান ১২. বাংলাদেশে পুরাকালে শিল্পীরা কোন মাধ্যমে ছবি আঁকত? ক) প্যাস্টেল রং খ) জল রং গ) কালি কলম ঘ) কাঠ কয়লা ১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন? ক) বিশ খ) একুশ গ) বাইশ ঘ) তেইশ ১৪. কবি বাংলাদেশকে কীসের দেশ বলেছেন? ক) নবান্নের খ) শালিকের গ) কাকের ঘ) পেঁচার ১৫. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়? ক) দেনাপাওনা খ) বড়দিদি গ) পথের দাবি ঘ) শেষ প্রশ্ন ১৬. মধ্য ভারতীয় আর্যভাষার সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায় যে ভাষাটির- ক) সংস্কৃত খ) বৈদিক গ) প্রাকৃত ঘ) শ্লোক জাতীয় ভাষা ১৭. ‘ছল’ শব্দের অর্থ কী? ক) ছুতা খ) ইচ্ছা গ) দ্বিধা ঘ) ভয় ১৮. নরহরি জাতে ছিল- ক) বোষ্টম খ) দলিত গ) কর্মকার ঘ) সূত্রধর ১৯. দোকানের ভেতরে আরেক মহিলা বেচতে বসেছে- র. চুরুট সিগারেট রর. পান ররর. চা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) ররর ঘ) রর ২০. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন গাছটির কথা বলা হয়নি? ক) আম খ) ছাতিম গ) বকুল ঘ) অশ্বথ ২১. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটির রচয়িতার নাম কী? ক) মুস্তফা মনোয়ার খ) বিপ্রদাশ বড়ুয়া গ) মমতাজ উদ্দীন আহমদ ঘ) শামসুজ্জামান খান ২২. বেনে-বৌ পাখি কোন গাছে বসে হাজিরা হেঁকে যেত? ক) আম খ) অশ্বস্থ গ) ইউক্যালিপটাস ঘ) সুপারি ২৩. ‘মানবধর্ম’ কবিতাটিতে লালন শাহ্ যার মূলে কুঠারাঘাত করেছেন- র. লোকের বংশগৌরব রর. মানুষের ধর্মীয় পরিচয় ররর. মানুষ হিসেবে ব্যক্তির আত্মপরিচয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৪. ‘ভুবন’ শব্দটির অর্থ কোনটি? ক) জগৎ খ) প্রকৃতি গ) মৃত্তিকা ঘ) ভাস্কর্য ২৫. বাক্যতত্ত্ব কার লেখা? ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ) হুমায়ুন আজাদ ঘ) মুহাম্মদ আব্দুল হাই ২৬. ‘তব’ শব্দের অর্থ কী? ক) আমার খ) তোমার গ) তুমি ঘ) তোমরা ২৭. ‘কিশোর কাজি’ গল্পের মূল উপজীব্য হলো: র. সততার জয় রর. কাউকে অবহেলা না করা ররর. সমাজে কেহই তুচ্ছ নয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ২৮. লালন শাহ্ কীরূপ মরমি কবি? ক) সাম্প্রদায়িক খ) মানবতাবাদী গ) সুফীবাদী ঘ) দর্শনশাস্ত্রীয় ২৯. “দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?”- এখানে ‘তোরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? ক) পাঞ্জাবিদের খ) বেলুচিদের গ) দেশীয় রাজাকারদের ঘ) পাকিস্তানিদের ৩০. মহাজন বাসকিরদের দেশের মানুষদের ভেড়ার মতো সরল বলেছেন, কারণ তারা ছিল- র. সহজ-সরল রর. দয়ালু ররর. হাসি খুশি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩১. কোথায় ‘চখায় মুখর’ হয়ে থাকে? ক) নদীতে খ) আকাশে গ) বনে ঘ) নদীর তীরে ৩২. বাসকিররা কী করে জীবিকা নির্বাহ করত? ক) ফসল ফলিয়ে খ) পশু চড়িয়ে গ) ব্যবসা করে ঘ) চাকরি করে ৩৩. ‘নদীর স্বপ্ন’ কবিতাটি শুরু হয়েছে- ক) প্রশ্নের মাধ্যমে খ) উত্তরের মাধ্যমে গ) প্রশ্নোত্তরের মাধ্যমে ঘ) সমাপ্তির মাধ্যমে ৩৪. উপজাতীয়দের হাতে তৈরি পরিধেয় বস্ত্রগুলো সাধারণত কী রকম হয়? ক) পাতলা খ) মোটা গ) টেকসই ঘ) মোটা ও টেকসই ৩৫. ‘পড়ে পাওয়া’ গল্পে লোকটি কোন হাট থেকে পটল বেচে ফিরছিল? ক) অম্বরপুর খ) ধুপখোলা গ) সম্বলপুর ঘ) নির্বীশ খোলা ৩৬. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকৃত অপরাধী কে? ক) মালি খ) উপেন গ) জমিদার ঘ) পেয়াদা ৩৭. ‘মানবধর্ম’ কবিতাটির নামকরণ হয়েছে- র. মানবতাবোধের ওপর ভিত্তি করে রর. বিষয়ের ওপর ভিত্তি করে ররর. অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. ‘সুখী মানুষ’ নাটিকায় হাসু মিয়ার গ্রামের নাম কী? ক) সুবর্ণপুর খ) মালদহ গ) রহমতপুর ঘ) নিশ্চিন্তপুর ৩৯. সংস্কৃত শব্দ কীরূপ? র. বিধিবদ্ধ রর. পরিশীলিত ররর. শুদ্ধ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪০. ভলগার ওপারের নতুন পত্তনিতে প্রতি একর জমির দাম কত ছিল? ক) ১ রুবল খ) ১.৫০ রুবল গ) ২ রুবল ঘ) ২.৫০ রুবল ৪১. মসলিন কী দিয়ে বোনা হতো? ক) সূক্ষ্ম পশমি আঁশ খ) সূক্ষ্ম রেশম সুতা গ) সূক্ষ্ম পাটের আঁশ ঘ) সূক্ষ্ম সুতা ৪২. দেবতার মতো মামাকে ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে নগেনের ভেতরে তৈরি হয়- র. দারুণ লজ্জাবোধ রর. অনুতাপ-অনুশোচনা ররর. গ্লানির কণ্টক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৩. কাপালি গোয়ালাদের নিকট থেকে কয় আড়ি ধান ধার নেয়? ক) এক আড়ি খ) দু আড়ি গ) তিন আড়ি ঘ) চার আড়ি ৪৪. মসলিন শিল্প ঢাকার কোথায় গড়ে উঠেছিল? ক) ডেমরা খ) শাহবাগে গ) সাভারে ঘ) যাত্রাবাড়িতে ৪৫. শহিদ ভাইয়ের আত্মা মানুষকে কী জাগ্রত করতে বলছে? ক) সুপ্ত শক্তি খ) মনুষ্যত্ববোধ গ) বিবেকবোধ ঘ) অলৌকিক শক্তি ৪৬. তমকে শাসন করতে পারে কে? ক) রজগুণ খ) দিব্যগুণ গ) অলসতা ঘ) অবিদ্যা ৪৭. কবি সুকান্ত ভট্টাচার্য কেমন সমাজ গড়তে চান? ক) শ্রেণিবৈষম্যমূলক সমাজ খ) দুঃখকষ্টহীন সমাজ গ) বিত্তবান মানুষের সমাজ ঘ) দরিদ্র মানুষের সমাজ ৪৮. ‘কার্তিকের নবান্নের দেশ’ বলতে কবি বুঝিয়েছেন- র. জন্মভূমিকে রর. বাংলাদেশকে ররর. কবির কল্পনার দেশকে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে জন্ম নেওয়া জাহানারা বেগম আজ আত্মনির্ভরশীল নারী। অথচ একদিন তিনি জীবনবাস্তবতার আলোকে নিজের হিসেবে মনে করতেন। ৪৯. অম্বরপুর চরের কাপালীরা বন্যার কারণে হয়ে পড়ল- র. নিরাশ্রয় রর. সর্বস্বান্ত ররর. নিঃস্ব নিচের কোনটি সঠিক? ক) নারীদের সুখী জীবন খ) নারীদের অবাধ স্বাধীনতা গ) নারীর পরাধীন জীবন ঘ) নারীর উন্নত জীবন ৫০. নওয়াপাড়া কোন নদীর তীরে অবস্থিত? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (খ) ৪. (খ) ৫. (ক) ৬. (ক) ৭. (ক) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (গ) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (ক) ২০. (খ) ২১. (ক) ২২. (গ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (ঘ) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (খ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (ঘ) ৫০.
×