ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলাঘরের বজলুর রহমান স্মৃতিপদক পাচ্ছেন চার গুণীজন

প্রকাশিত: ০৬:৩৪, ১ মে ২০১৬

খেলাঘরের বজলুর রহমান স্মৃতিপদক পাচ্ছেন চার গুণীজন

স্টাফ রিপোর্টার ॥ শিশু-কিশোর সংগঠন খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর খেলাঘরের ভাইয়া প্রয়াত সাংবাদিক বজলুর রহমান স্মৃতিপদক প্রদান করা হয়। এ বছর সাংবাদিক বজলুর রহমান স্মৃতিপদক পাচ্ছেন সাংস্কৃতিজন আলী যাকের, সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, গীতিকার ও সুরকার সেলিম রেজা এবং খেলাঘর নোয়াখালী জেলা কমিটির সভাপতি প্রবীণ খেলাঘর সংগঠক মাখন লাল দাশ। আগামীকাল সোমবার, বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে খেলাঘরের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে পদক তুলে দেবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য সাংবাদিক আবেদ খান। এছাড়াও উপস্থিত থাকবেন প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের সহধর্মিণী এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। প্রসঙ্গত, বাংলাদেশের বৃহত্তম জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর। মহান ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে ১৯৫২ সালের ২ মে খেলাঘর প্রতিষ্ঠা লাভ করে। শহীদ শহীদুল্লা কায়সার, কবি হাবিবুর রহমান, রণেশ দাস গুপ্ত, সত্যেন সেন, পটুয়া কামরুল হাসান, জহির রায়হান, সাংবাদিক বজলুর রহমানসহ তৎকালীন সময়ের সূর্য সন্তানরা খেলাঘরের প্রতিষ্ঠা করেন। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা, শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশু নির্যাতন প্রতিরোধ, সৃজনশীল সাহিত্য চর্চা, খেলাধুলা, বিজ্ঞান চর্চা, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকার প্রশিক্ষণ প্রদানসহ মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্বগড়া, দেশপ্রেমিক মানবতাবাদী আদর্শে সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে খেলাঘর সুদীর্ঘ সময় ধরে কাজ করছে। বর্তমানে সারাদেশে সাড়ে ৬ শতাধিক শাখা সংগঠনের মাধ্যমে অগণিত শিশু-কিশোরদের নিয়ে কাজ করছে খেলাঘর।
×