ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন ব্যবহারকারীর নিরাপত্তার জন্য

প্রকাশিত: ০৫:৫১, ১ মে ২০১৬

স্মার্টফোন ব্যবহারকারীর নিরাপত্তার জন্য

জার্মানির অগসবুর্গ ও কোলনের কয়েক জায়গায় পরীক্ষামূলকভাবে রাস্তায় ট্রাফিক লাইট বসানো হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধার্থে চালু করা হয়েছে এই অভিনব ব্যবস্থা। ফলে ট্রাফিক লাইট দেখতে এখন আর ওপরে তাকানোর প্রয়োজন হবে না। স্মার্টফোনের দিকে চোখ থাকলেও রাস্তার গায়ে বসানো লাইটের দিকেও দৃষ্টি যাবে। মিউনিখ শহরে সম্প্রতি ১৫ বছরের একটি মেয়ে স্মার্টফোন ব্যবহারের সময় রাস্তা পার হতে গিয়ে ট্রামের ধাক্কায় মারা যাওয়ার পর ফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়। সম্প্রতি ইউরোপের কয়েকটি শহরে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে ২০ শতাংশ পথচারী রাস্তা পারাপারের সময় স্মার্টফোনের কারণে অন্যমনস্ক অবস্থায় থাকে। সমীক্ষায় দেখা গেছে, ২৫ থেকে ৩৫ বছর বয়সী জনগোষ্ঠী রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করে এবং তাদের প্রায় এক-চতুর্থাংশ এ সময় অমনোযোগী অবস্থায় থাকে। জার্মান ভাষায় সর্বশেষ সংযোজিত শব্দগুলোর একটি হলো ‘ম্মোমবি’। গত নবেম্বর থেকে জার্মান ভাষায় ব্যবহৃত হচ্ছে। এটি হলো স্মার্টফোন ও জোম্বি শব্দের মিলিত রূপ। স্মার্টফোন ব্যবহারকারীরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অসতর্ক অবস্থায় থাকে। এর ফলে অনেক সময়ই তারা দুর্ঘটনার শিকার হয়। স্মার্টফোন ব্যবহারকারীদের স্বার্থে এটি করা হলেও অনেকে একে অর্থের অপচয় হিসেবেই দেখছে। তারা মনে করে, এগুলো করদাতাদের দেয়া অর্থের অপচয়।-গার্ডিয়ান
×