ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যায় জড়িত সন্দেহে ২ জেএমবি গ্রেফতার ॥ রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫০, ১ মে ২০১৬

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যায় জড়িত সন্দেহে ২ জেএমবি গ্রেফতার ॥  রিমান্ডে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকা-ে জড়িত সন্দেহে পুলিশ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাজারহাটের চাকিরপশার ইউনিয়নের নাককাটিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জেএমবি সদস্য হলো লালমনিরহাটের আবু নাসের ওরফে রুবেল (২০) এবং কুড়িগ্রাম সদরের মাহবুব হাসান মিলন (২৮)। ওইদিন বিকেলে তাদের কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ২২ মার্চ কুড়িগ্রাম পৌরসভার গাড়িয়ালপাড়ার (গড়েরপার) বাসিন্দা খ্রীস্টান ধর্মাবলম্বনকারী মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৮) প্রতিদিনের মতো সকাল সাতটার দিকে বাড়ির সামনে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে তিন আরোহী পেছন থেকে অতর্কিত এসে গলা কেটে হত্যা করে তাকে। পরে মৃত্যু নিশ্চিত হবার পর ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে কলেজপাড়া ও বকসীপাড়া দিয়ে পালিয়ে যায়।
×