ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে আগুন ॥ ৬ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ০৫:৫০, ১ মে ২০১৬

সুন্দরবনে আগুন ॥ ৬ জনকে আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট. ॥ সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা চতুর্থ দফা আগুন শুক্রবার রাতে নিভেছে বলে দাবি করেছে বন বিভাগ। এছাড়া ৬ জনকে অভিযুক্ত করে বন আইনে আরও একটি মামলা দায়ের করেছে বন বিভাগ। এ নিয়ে গত ১ মাসে চার দফা আগুনের ঘটয়ায় মোট ১৭ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করা হলো। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল ইসলাম বলেন, গত তিন দিন চেষ্টা চালিয়ে শুক্রবার রাতে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। আগুনে পুড়েছে প্রায় সাড়ে ৩ একর বনভূমি। এছাড়া আগুন লাগার ঘটনায় ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে বন আইনে ৬ জনকে অভিযুক্ত করে আরও একটি মামলা দায়ের করেছে। আগুন লাগার ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বন বিভাগের লোকজন সতর্ক অবস্থানে রয়েছে। সুন্দরবনে আগুন লাগার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় খলিলুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনে আগুন লাগার কারণে শুক্রবার সকাল থেকে সুন্দরবন পূর্ব বিভাগ জুড়ে জেলে, বাওয়ালি, মৌয়ালদের পাস পারমিট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বনবিভাগ। বর্তমানে যারা পাস পারমিট নিয়ে যারা সুন্দরবনে অবস্থান করছে তাদের দ্রুত সুন্দরবন থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। নাশকতার জন্য আগুন ॥ বনবিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোঃ ইউনুছ আলী বলেছেন, নাশকতার জন্য দুর্বৃত্তরা সুন্দরবনে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আগুন লাগা ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকা পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
×