ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলকাতার আকাশে অন্যরকম রঙধনু

প্রকাশিত: ০৫:৪৭, ১ মে ২০১৬

কলকাতার আকাশে অন্যরকম  রঙধনু

জনকণ্ঠ ডেস্ক ॥ নিজের চারপাশে রঙধনু বলয় তৈরি করে শনিবারের ভোটে কলকাতাবাসীর দৃষ্টি ঘুরিয়ে দেয় সূর্য। এই মহাজাগতিক ‘বিস্ময়-বলয়’ কলকাতার আকাশে দেখা যেতেই তা সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোট এদিন থাকলেও নির্বাচন থেকে কিছু সময়ের জন্য মানুষের মনোযোগ চলে যায় সূর্য আর রঙধনুর দিকে। রঙধনু ধনুকের মতো। বলয় বা বৃত্তাকার সাধারণত হয় না। বিষয়টা বুঝিয়ে বললেন সৌর পদার্থবিদ দিব্যেন্দু নন্দী। তার কথায়- ‘এটাকে বলে ২২ ডিগ্রী হেলো’। বায়ুম-লের স্ট্র্যাটোস্ফিয়ারে যখন সূর্যের আলো এসে পড়ে তখন সেখানে থাকা বরফে সেই রশ্মি প্রতিসরিত হয়। এক্ষেত্রে বায়ুম-লের বরফ কণাগুলো অনেকটা প্রিজমের মতো কাজ করে। এই ‘হেলো’টা ২২ ডিগ্রী থেকে ৫০ ডিগ্রী পর্যন্ত হতে পারে। তবে ২২ ডিগ্রী কৌণিক অবস্থানেই ওই রঙধনু বা ‘হেলো’টা সবচেয়ে উজ্জ্বল হয়। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত যদি একটি সরলরেখা টানা যায়, তাহলে তার সঙ্গে ২২ ডিগ্রী কোণ করে এই প্রতিসরণটি হয়। তবে ২২ ডিগ্রীর বেশি হয়ে গেলে এ বলয় ততটা উজ্জ্বলভাবে দেখা যাবে না। যেহেতে বায়ুম-লে জমা বরফ কণার জন্যই ওই প্রতিসরণ হয়, তাই এর ফলে বৃষ্টির সম্ভাবনা থাকে। তবে সেই বৃষ্টি কতটা হবে বা তা আদৌ হবে কিনা, তা নির্ভর করে জমা বরফ কণার পরিমাণের ওপর।
×