ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে লাশবাহী এ্যাম্বুলেন্সে ডাকাতি

প্রকাশিত: ০৫:৪৭, ১ মে ২০১৬

রাজধানীতে  লাশবাহী  এ্যাম্বুলেন্সে ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে লাশবাহী একটি এ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা সুকুমার সরকার (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে নগদ ২৬ হাজার টাকা ও সোয়া লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পরে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকা থেকে এই ডাকাতির ঘটনা ঘটে। আহত সুকুমারের ছেলে অজয় সরকার জানান, তারা পরিবারের সবাই চট্টগ্রাম থাকেন। শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে তার দাদি অমিও বালা (৮৫) চট্টগ্রামে মারা যান। ওই লাশ নিয়ে তার পরিবারের লোকজন গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছিলেন। এ সময় রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় পৌঁছলে একটি মাটির ট্রাকের তাদের এ্যাম্বুলেন্সসহ দু’টি গাড়ি গতিরোধ করে। পরে ১০-১২ জন তাদের লাশবাহী এ্যাম্বুলেন্সে হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার বাবা সুকুমারের বাম হাতে ছুরিকাঘাত করে। এ সময় তাদের কাছে থাকা নগদ ২৬ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলটি। পরে বাবা সুকুমারকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছুরিকাহত সুকুমারকে প্রথমে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু) পাঠানো হয়েছে।
×