ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অধ্যাপক রেজাউল হত্যা

খুনীদের বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস

প্রকাশিত: ০৫:৪৫, ১ মে ২০১৬

  খুনীদের বিচার  দাবিতে  উত্তাল  ক্যাম্পাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী/রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের বিচার দাবিতে ঘটনার অষ্টম দিনেও উত্তাল ছিল ক্যাম্পাস। শনিবার সকাল ১০টা থেকে মানববন্ধন, মৌন মিছিল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবির শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। খুনীদের বিচার দাবিতে অনড় তারা। শনিবার সকাল ১০টায় রাবির শহীদুল্লাহ ভবনের সামনে নির্মিত ‘মুকুল মঞ্চ’ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা। এরপর বিশ্ব-বিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে ‘জাগো জাগো, মানুষ জাগো’ স্লোগান সামনে রেখে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ সমাবেশ করে তারা। সমাবেশে নিহত রেজাউল করিম সিদ্দিকীর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বলেন, গ্রামের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল হত্যার কারণ খুঁজতে ব্যস্ত, আরেক দল কারা হত্যা করেছে সেটা খুঁজছে। এখানে যারা হত্যার কারণ খুঁজতে ব্যস্ত তারা এ হত্যার বৈধতা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, বিগত কিছু দিনে বাংলাদেশে অনেক হত্যা হয়েছে। টিএসসি, বইমেলা, প্রকাশ্য রাজপথে, ঘরে-বাইরে হত্যা চলছেই। কিন্তু মানুষের মস্তিষ্ক থেকে এ হত্যার স্মৃতি মুছে দেয়ার চেষ্টা চলছে। শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শহীদুল্লাহ্ বলেন, রেজাউল স্যারের রক্ত শুকিয়ে যাচ্ছে, আপনারা দ্রুত তার হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি, লোক প্রশাসনের সভাপতি ড. মোঃ আওয়াল হোসেন মোল্লা, আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মোঃ ওয়াহিদ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি বিশ্বজিৎ চন্দ, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমা জোহরা হাবিব প্রমুখ। এদিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের প্রতিবাদে ক্যাম্পাসে শোক র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান সমিতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ, আইন বিভাগ, লোক প্রশাসন বিভাগ, বাংলা বিভাগ, ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, অর্থনীতি বিভাগ, ভাষা বিভাগ, আইইআর বিভাগ ও রসায়ন বিভাগ। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির মানববন্ধনে সংহতি প্রকাশ করে তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট, মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, জাতীয় শ্রমিক ফেডারেশন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় বাসা থেকে মাত্র ১৫০ গজ দূরে রাবির ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।
×