ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাহাজ মালিকদের সঙ্গে বন্দর চেয়ারম্যানের বৈঠক, আজ সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৩১, ১ মে ২০১৬

জাহাজ মালিকদের  সঙ্গে বন্দর  চেয়ারম্যানের  বৈঠক, আজ সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অভ্যন্তরীণ জলপথে পণ্য পরিবহনে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর জাহাজ মালিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে চট্টগ্রামের বহির্নোঙ্গর থেকে নৌপথে কোন লাইটার জাহাজে পণ্য পরিবহন হচ্ছে না। জানা গেছে, রবিবার এ ব্যাপারে ইতিবাচক কোন সিদ্ধান্ত আসতে পারে। শনিবার দুপুরে জাহাজ মালিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে টানা তিনঘণ্টা বৈঠক হয়। বৈঠকে জাহাজ মালিক, ভুক্তভোগী ব্যবসায়ী ও বন্দরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্দর সূত্র জানায়, বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্তে আসেনি জাহাজ মালিকরা। তবে জানিয়েছেন, সকলের সঙ্গে বৈঠক করে আজ রবিবার তারা সিদ্ধান্ত দেবেন। শনিবারের বৈঠক সম্পর্কে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এ্যাসোসিয়েশনের সহসভাপতি খোরশেদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, বন্দর চেয়ারম্যানকে সমস্যার কথা জানানো হয়েছে। বৈঠকে এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। কিন্তু এ মুহূর্তে আমরা কোন সিদ্ধান্ত জানাতে পারছি না। অন্য জাহাজ মালিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। নৌযান শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের পর অতিরিক্ত মজুরি চাপিয়ে দেয়া হয়েছে অভিযোগ এনে গত বৃহস্পতিবার থেকে জাহাজ না চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। শ্রমিক ও মালিকদের যুগপৎ ধর্মঘটের কারণে বহির্নোঙ্গরে গত ৯ দিন ধরে সব ধরনের জাহাজ থেকে পণ্য লাইটারিং বন্ধ রয়েছে।
×