ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকার ॥ বিশ্ববিদ্যালয় দিবস পালন বিএসএমএমইউর

প্রকাশিত: ০৪:২৮, ১ মে ২০১৬

সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকার ॥ বিশ্ববিদ্যালয় দিবস পালন বিএসএমএমইউর

স্টাফ রিপোর্টার ॥ সর্বোত্তম মেডিক্যাল শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস। কর্মসূচীসমূহের মধ্যে ছিল জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের নিচে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা হতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া র‌্যালিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ অংশ নেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বটতল চত্বরে অনুষ্ঠিত হয় এক মিলনসভা। এখানে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এ বিশ্ববিদ্যালয়ের ১৯তম দিবসে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, জাতির জনকের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় একটি অনন্য নাম। বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পরম যতেœর সঙ্গে রোগীদের সেবার মাধ্যমে তাদের আরোগ্য ও সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সঠিকভাবে পালন করতে হবে।
×