ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমআইএসটিতে রোবটিকস প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:২৭, ১ মে ২০১৬

এমআইএসটিতে  রোবটিকস  প্রতিযোগিতা

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ইইসিই বিভাগের ব্যবস্থাপনায় রোবটিক্স ক্লাব আয়োজিত জাতীয় পর্যায়ের রোবলিয়াশন শীর্ষক রোবটিকস প্রতিযোগিতা-২০১৬ শনিবার মিরপুর সেনানিবাসে এমআইএসটিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল। প্রধান অতিথি তার ভাষণে এ রকম সময়োপযোগী অনুষ্ঠান আয়োজন করার প্রতি গুরুত্বারোপ করেন এবং বাস্তব জীবনে এ প্রযুক্তি বিদ্যা প্রয়োগের প্রতি গুরুত্ব দেন। প্রতিযোগিতায় প্রায় ৫,০০০ (পাঁচ হাজার) প্রতিযোগী রোবো ফাইট, প্রজেক্ট প্রদর্শনী, লাইন ফলোয়ার চ্যালেঞ্জ, কোয়ার্ট কপ্টার চ্যালেঞ্জ ইত্যাদি ইভেন্টে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমআইএসটির গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহায়েল হোসেন খান, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বিএএসআইএস) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল আহমেদ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। Ñআইএসপিআর
×