ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটিতে মাদকবিরোধী মতবিনিময়

প্রকাশিত: ০৪:০৬, ১ মে ২০১৬

নর্দান ভার্সিটিতে  মাদকবিরোধী  মতবিনিময়

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা মেট্রোলিটন পুলিশ ‘উঠান বৈঠক’ শিরোনামে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোলিটন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল আহাদ। Ñবিজ্ঞপ্তি নর্থ সাউথ ভার্সিটিতে নবীনবরণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের স্নাতক নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে শনিবার অনুষ্ঠিত হয়। বিবিএ, ইটিই, ইইই, স্থাপত্য, অর্থনীতি, ইংরেজী, আইন, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রিসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের পনেরো শতাধিক নতুন শিক্ষার্থীকে বরণ কওে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান এমএ কাসেম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম। Ñবিজ্ঞপ্তি ট্রেনে কাটা পড়ে যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩০ এপ্রিল ॥ কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। জানা গেছে, আড়িখোলা রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার পূর্বদিকে আউটার সিগন্যালের পাশে শনিবার সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পুলিশ সেখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। দুর্গত এলাকা ঘোষণার দাবি নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৩০ এপ্রিল ॥ শিলাবৃষ্টি, পাহাড়ী ঢলে অকাল বন্যায় সব হাওড়ের ফসলহানি ঘটায় সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, কৃষক আব্দুল কাদির, মহিলা কাউন্সিলর শেলী চৌহান ময়না, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সাংবাদিক আল হেলাল, মানবাধিকার কমিশন জেলা শাখার সহসভাপতি এমদাদুল হক প্রমুখ। রেণুসহ আটক ২৪ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলা সদরের জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ত্রিশ ব্যারেল চিড়িং রেণু পোনা, ট্রলার এবং ২৪ শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশের সদস্যরা। শনিবার ভোরে আটক করার পর দুপুরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন। দুই আদিবাসী যুবক আটক নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ এপ্রিল ॥ নালিতাবাড়ীতে হুমায়ুন কবির (৪০) নামে এক দিনমজুর হত্যার ঘটনায় দুই আদিবাসী যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলোÑ উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের সিংগারপাড় গ্রামের ধীরেন্দ্র সাংমার ছেলে প্রাণ মারাক ও সনাতন গ্রামের রাদিং মারাকের ছেলে আসং মারাক। এদের মধ্যে শনিবার দুপুরে আসং মারাককে ও শুক্রবার রাতে প্রাণ মারাককে আটক করা হয়। উল্লেখ্য, হুমায়ুন কবির বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে স্থানীয় মির্জাবাজার এলাকার একটি ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায়। গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ এপ্রিল ॥ রাজাপুর উপজেলার পার সাতুরিয়া গ্রামের হেমায়েত ফকির (৫০) নিজ বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ এপ্রিল ॥ বিদ্যুতের লোডশেডিং ও নারী পোশাক শ্রমিকের ঘাতক স্বামীকে গ্রেফতারে দাবিতে সাভার ও আশুলিয়ায় পৃথক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানার শিমুলতলা এলাকায় হাতে হাত ধরে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এ সময় বলে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অপরদিকে, আশুলিয়ায় সোমা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিক হত্যার ঘটনায় ঘাতক স্বামী আব্দুল রেজ্জাককে গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন সকালে মহাসড়কের আশুলিয়া থানার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘প্রান্তিক’ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন ইসলামনগরের কয়েক শ’ এলাকাবাসী। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চট্টগ্রামে ভূমি দখলকারীদের হাতে চার সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে সচেতন সাংবাদিক সমাজ কুড়িগ্রাম। মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক তৌহিদ বকসী ঠা-া, হাসিবুর রহমান হাসিব প্রমুখ। গত ১০ এপ্রিল চট্টগ্রামে অবৈধ জমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় দীপ্ত টিভির প্রতিবেদক আনিছুর রহমান ও ক্যামেরা পার্সন মাসুদ দেওয়ানসহ চার সাংবাদিককে পিটিয়ে আহত করে ভূমি দস্যুরা। আহত সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সন্ত্রাসী ভূমিদস্যুদের গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা। বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিনে আলোচনা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ এপ্রিল ॥ বিপ্লবী রবি নিয়োগী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তাঁর মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ বড়ই অভাব। তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষর দুঃখ-দুর্দশার চিত্র এবং সমাজের অসঙ্গতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি আন্দামান নির্বাসন দ-ও খেটেছেন। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তিনি বেঁচে আছেন তাঁর কর্ম ও আদর্শে। শেরপুরে অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, বিপ্লবী রবি নিয়োগীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদে’র আয়োজনে শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে শুক্রবার রাতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক উৎপল কান্তি ধর। অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগীর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। হাসপাতালের ভিত্তি স্থাপন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কাহারোল উপজেলার রামপুর বটতলায় ‘দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল’ নামে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে ২৫ কোটি টাকা ব্যয়ে ১ একর ৩৩ শতক জমির ওপর হাসপাতালটির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন, চিত্ত ঘোষ, একেএম ফারুক, অধ্যক্ষ খয়রুল ইসলাম প্রমুখ। শিক্ষাবিষয়ক গোলটেবিল স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আগামীর জন্য বিনিয়োগ, শিক্ষার অধিকার চাই এখনইÑ এই সেøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় শিক্ষাবিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযান ও সহযোগী সংগঠন স্বদেশের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন। বিশেষ অতিথি সাবেক উপাধ্যক্ষ প্রফেসর নিমাই চন্দ্র ম-ল, উপাধ্যক্ষ মইনুল হাসান, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থী ঝরে পড়া রোধে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ এপ্রিল ॥ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে শেরপুরে ‘শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও রোধকল্পে করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শেরপুর সার্কিট হাউস মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ নুরুল আমিন। বিদ্যুতের দাবিতে অন্ধকারে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুতের দাবিতে রাতের অন্ধকারে দাঁড়িয়ে মানববন্ধন করেছে জলঢাকা উপজেলাবাসী। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘণ্টা অন্ধকারে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় জলঢাকা জুড়ে বিদ্যুত ছিল না। দিন-রাত সমানে ঘন ঘন লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সকল স্তরের মানুষ অংশ নেন। বিশ্ব ভেটেরিনারি দিবস বাকৃবি সংবাদদ ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে ভেটেরিনারি অনুষদ। ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জসিমউদ্দিন খান উপস্থিত ছিলেন। ফ্রি চিকিৎসা ক্যাম্প স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তিন শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প চলে। সমাজসেবামূলক সংস্থা খোলা জানালা ও ব্লাডম্যান এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এ সময় ডাঃ পুসপিতা, ডাঃ মনজুর ও ব্রাদারহুদ কমিউনিটির পক্ষ থেকে তাবরিজ উপস্থিত ছিলেন।
×