ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে লিচু চাষীরা উৎকণ্ঠায়

প্রকাশিত: ০৪:০৫, ১ মে ২০১৬

ঈশ্বরদীতে লিচু  চাষীরা উৎকণ্ঠায়

স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ প্রচ- তাপ আর তীব্র রোদের কারণে লিচু উৎপাদনে ধস নেমেছে। ২৫শ’ হেক্টর জমিতে লিচুর আবাদ হলেও অন্যবারের তুলনায় এবার ফলন কম হয়েছে। বৃষ্টি না হওয়ায় অব্যাহত খরায় মারাত্মক ক্ষতির শিকার হতে যাচ্ছেন লিচু চাষীরা। গাছ থেকে লিচু ঝরে পড়ছে। গাছের গোড়ায় গর্ত করে পানি দিয়েও কোন কাজ হচ্ছে না। ফলে প্রকৃতির এই বিরূপ পরিবেশের কারণে ঈশ^রদীর লিচু চাষী ও লিচু বাগান ক্রেতারা বিপুল অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। অন্য বছরের এ সময়ে লিচু উৎপাদনকারী কৃষকদের বাগানে কৃষক-কৃষাণী, বাগানক্রেতা-বিক্রেতা, লিচু প্রেমিক দর্শনার্থীর ভিড় দেখা যায়। এবার সে চিত্র চোখে পড়ছে না। হাতের কুড়াল পিঠে বিদ্ধ হয়ে মারা গেলেন গ্রামপুলিশ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩০ এপ্রিল ॥ কাউখালীতে নিজ বাড়ির পার্শ্ববর্তী বাগানে গাছ থেকে ছিটকে পড়ে কুড়ালে বিদ্ধ হয়ে হেমায়েত হোসেন ফকির নামে গ্রামপুলিশ নিহত হয়েছেন। শনিবার সকালে চিড়াপাড়ায় নিহত গ্রামপুলিশ পারসাতুরিয়া গ্রামের মোঃ মোকলেস ফকিরের ছেলে। সে চার সন্তানের জনক। স্থানীয়রা জানান, সকালে একটি মেহগনি গাছে উঠে কুড়াল দিয়ে ডাল কাটছিলেন। এ সময় তিনি পা ফসকে গাছ থেকে নিচে পড়ে গেলে হাতের কুড়াল তার পিঠে বিদ্ধ হয়। সেই সঙ্গে মাথা ও কোমরে গুরুতর আঘাত পান। পরিবারের স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পৌর কাউন্সিলরের স্ত্রীকে ছুরিকাঘাত নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৩০ এপ্রিল ॥ দাউদকান্দি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিবের স্ত্রী সামছুন্নাহারকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, রকিব উদ্দিনের দোনারচরের বাড়িতে তাকে খুঁজতে যায় দুর্বৃত্তরা। তাকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী সামছুন্নাহারকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে প্রথমে উপজেলার স্থানীয় হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসিইউতে আছে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দাউদকান্দি পৌর নির্বাচনের ফলাফল শেষে নবনির্বাচিত কাউন্সিলর রকিব উদ্দিন রকিব দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হন। উপজেলা চেয়ারম্যানের মুক্তি দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) নুরুল আমিনের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। শনিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলমগীর। উপজেলা ছাত্রদল সভাপতি শাহ মোঃ ফোরকান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ রফিকুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হোসেন, গাজী নিজাম উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, মোহাম্মদ মুসা মিয়া, আবুল হাসেম, নুরুল আলম মেম্বার, শাহীনুল ইসলাম স্বপন, রবিউল হোসেন রবি, মহিউদ্দিন, আলমগীর, জাহিদ হুসাইন প্রমুখ। একদিনে ৪০ রোগী হাসপাতালে স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে প্রচ- দাবদাহের গরমে বাড়ছে ডায়রিয়া ও আমাশয়সহ নানা পানিবাহিত রোগ। শনিবার দুপুর পর্যন্ত ৪০ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে প্রচ- দাবদাহ ও রোদের প্রখরতায় লোকজন বাইরে বের হতে পারছেন না। এখানে একদিনে ৪০ ডায়রিয়া রোগী ভর্তি হওয়ায় স্থান সঙ্কুলান হচ্ছে না। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জানান, খরতাপে ডায়রিয়া ও আমাশয় রোগে আক্রান্ত হয়ে রোগীরা এখানে আসছেন। রাজশাহীতে ডাকাতির ঘটনায় মামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর গণকপাড়া এলাকায় জুয়েলার্সের শোরুমে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে বোয়ালিয়া থানায় মামলায় লুটপাটের মামলা দায়ের করেন শোরুমের মালিক মনিষ রায়। এ ছাড়া বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলার এজাহারে মনীষ রায় উল্লেখ করেন, শোরুম থেকে ১২০ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে। এ ছাড়া এক লাখ ১০ হাজার নগদ টাকাও নিয়ে গেছে ডাকাতরা। সব মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৫০ লাখ ৪০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে মামলার এজাহারে। রূপগঞ্জে স্কুলের রজতজয়ন্তী উৎসব নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ এপ্রিল ॥ রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার ইউসুফগঞ্জ স্কুল এ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। উদ্বোধক ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা। বিশেষ অতিথি ছিলেন রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। রংপুরে জামায়াত কর্মীসহ আটক ৭৬ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই জামায়াত কর্মীসহ ৭৬ জনকে আটক করেছে পুলিশ। রংপুরের মিঠাপুকুর ও পীরগাছা থানায় নাশকতা ও বিভিন্ন মামলার পলাতক এইসব আসামিকে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয়। শনিবার ভোরে আটক দুই জামায়াত কর্মীরা হলেন মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের আনোয়ারুল ইসলাম ও জবদিগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরের কাউনিয়ায় পল্লী বিদ্যুতের সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান (৩৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খানাসানা বাজার জিয়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আমিনুর হারাগাছ নাজিরদহ নাইয়ার চাওড়া গ্রামের ডাঙ্গা মহিরের ছেলে। বিনামূল্যে বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ এপ্রিল ॥ শনিবার বিকেলে নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে চলতি খরিপ মৌসুমে আউশ (উফশী ও নেরিকা) ধান চাষে উপজেলার ৭শ’ ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ এপ্রিল ॥ বন্দরের সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণ জন্য ড্রেজার দিয়ে বালু ভরাটের সময় জমানো পানিতে ডুবে রাহাত হোসেনের (৬) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩টায় কদম রসুল কলেজের সামনে। নিহত শিশুর বাবা দুলাল মিয়া জানান, ২৩নং ওয়ার্ড এলাকায় সিটি কর্পোরেশন বন্দরে ১২০ ফুট চওড়া রাস্তা নির্মাণ কাজ করছে। রাস্তা নির্মাণের জন্য ড্রেজার দিয়ে অরক্ষিতভাবে বালু ভরাটের কাজ চালাচ্ছে। সকালে প্রচ- গরমে তার ছেলেসহ স্থানীয় ১০-১২ শিশু ড্রেজারের পাইপ দিয়ে বালুর সঙ্গে আসা পানিতে খেলা করছিল। একপর্যায়ে শিশু রাহাত হোসেন জমানো পানিতে তলিয়ে গিয়ে বালু চাপা পড়ে। পরে তিনি নিজেই জমানো পানি থেকে তার ছেলেকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রী অপহরণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ এপ্রিল ॥ করিমগঞ্জের পল্লীতে ফিল্মি স্টাইলে স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সিএনজিযোগে বখাটেরা ওই স্কুলছাত্রীকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা করিমগঞ্জ থানায় মামলা করলে পুলিশ মোস্তাকিম নামে যুবককে আটক করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পাড়াবালিয়া গ্রামের ইন্নছ আলীর মেয়ে স্থানীয় বালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নার্গিস আক্তারকে পার্শ্ববর্তী জয়কা ইউনিয়নের শিহাবউদ্দিনের বখাটে ছেলে রিপন মিয়া প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত। শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বখাটে রিপন মিয়া ও ৪-৫ সঙ্গী সিএনজিযোগে তাকে উঠিয়ে নিয়ে যায়। বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রাজশাহী ও রংপুর বিদ্যুত বিতরণ অঞ্চলকে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে রংপুর বিভাগীয় শহরের আলমনগর কলেজ রোড বিদ্যুত উন্নয়ন বোর্ড ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, লাভজনক পিডিবিতে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের কিছু দোসর উত্তরাঞ্চলের বিদ্যুত বিভাগকে কোম্পানিতে রূপান্তরের অপচেষ্টা চালাছে। পিডিবিকে কোম্পানি করার পরিকল্পনা বাতিল করা না হলে রংপুর বিদ্যুত বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে রংপুর বিদ্যুত বিতরণ জোনের আট জেলার সব অফিসের কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি করে জোনাল অফিসের মূল ফটকের সামনে অবস্থান নেন। ঈশ্বরদীতে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার রাতে শহরের ফতেমহম্মদপুরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে ছাত্রদল নেতা মুরাদ হত্যা মামলার পলাতক আসামি বিশালকে (২২)। সে ওই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। চুরি বন্ধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ এপ্রিল ॥ মোটরসাইকেল চুরিসহ বাসা-বাড়িতে চুরি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের মোক্তারপাড়ায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ শ্যামলেন্দু পাল, মোস্তাফিজুর রহমান খান, অধ্যাপক শাহ আলম, এটিএম এ রাজ্জাক, গাজী মোবারক হোসেন, দেবশঙ্কর রায় দেবু। মায়ের কাছে চিঠি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘মা’। ছোট একটি শব্দ। তবে পৃথিবীর কোনকিছুর সঙ্গে এর তুলনা হয় না। তিনিই বুক পেতে সন্তানকে আগলে রাখেন। তাঁর সেই ভালবাসাকে সম্মান জানাতে সাংস্কৃতিক সংগঠন শেকড় প্রতি বছর বিশ্ব মা দিবস উপলক্ষে রতœগর্ভা মায়েদের সম্মাননা, চিঠি লেখাসহ নানা অনুষ্ঠানের ডালি সাজিয়ে দিনব্যাপী কর্মসূচী পালন করে। শনিবার মায়ের কাছে চিঠি লেখা শীর্ষক প্রতিযোগিতা ছিল অন্যতম। এতে বিভিন্ন স্কুলের ২২০ শিক্ষার্থী অংশ নেয়। যশোরে শিক্ষক সঙ্কট ॥ শিক্ষা কার্যক্রম ব্যাহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শিক্ষক সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। জেলার এক হাজার ২৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৬৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে শিক্ষক সঙ্কটে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, সরকারী প্রাথমিক ও জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ২৫১টি। এসব বিদ্যালয়ে ৬৬৩টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৪৫টি, শার্শায় ৭৭টি, মনিরামপুরে ৭৩টি, বাঘারপাড়ায় ৭৬টি, ঝিকরগাছায় ৭৪টি, চৌগাছায় ২৮টি, কেশবপুরে ১২৮টি ও অভয়নগরে শূন্য রয়েছে ৬২টি সহকারী শিক্ষকের পদ। দুর্বৃত্তের আগুনে বি. বাড়িয়ায় ১২ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগর উপজেলার পত্তন গ্রামে ১২টি ঘর দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। শুক্রবার গভীর রাতে হেলু মিয়া ও মালেক মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়। পুলিশ জানায়, রাত ২টার পর কে বা কারা হেলু মিয়া ও মালেক মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ১২টি ঘর পুড়ে যায়। পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার এ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, এর জের ধরেই অগিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।
×