ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোল্ডিং ট্যাক্স ॥ রাসিককে আল্টিমেটাম

প্রকাশিত: ০৪:০৫, ১ মে ২০১৬

হোল্ডিং ট্যাক্স ॥ রাসিককে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অযৌক্তিক ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে এবার ১১ দফা দাবিসহ আগের হারে ট্যাক্স আদায়ের দাবিতে আল্টিমেটাম দিয়েছে মহানগর মেস মালিক সমিতি। অন্যথায় আগামী শনিবার সভা করে নগরের সব ছাত্র মেস বন্ধ করার হুমকি দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে মহানগর মেস মালিক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা বলেন, কোন আলাপ-আলোচনা না করেই রাতারাতি সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করেছে। নগরসেবা দিতে ব্যর্থ হলেও অন্তত ১০ গুণ হারে ট্যাক্সের হার বৃদ্ধি করেছে। এ অবস্থায় তাদের মেস বন্ধ করে দেয়া ছাড়া বিকল্প নেই বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর মেস মালিক সমিতির সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম সিদ্দকী। এ সময় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাইদুর রহমান রেন্টু, সাজদার রহমান, গোলাম কিবরিয়া, আনিসুর রহমান ও হাসেম আলী ছাড়াও অন্তত ৪০ মেস মালিক উপস্থিত ছিলেন।
×