ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনে লোক সঙ্কট

প্রকাশিত: ০৪:০৪, ১ মে ২০১৬

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনে লোক সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৩০ এপ্রিল ॥ প্রচ- তাপে জনজীবন অস্থির। পাশাপাশি অগ্নিকা-ের ঘটনাও বেড়ে চলেছে। রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনে পর্যাপ্ত জনবল সঙ্কটের কারণে বড় ধরনের অগ্নিকা- নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্র্মীদের বেগ পেতে হচ্ছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে আগুনে পুড়েছে এ পর্যন্ত ৭ কোটি টাকার সম্পদ। পর্যাপ্ত জনবল বাড়ানো না হলে আগুনের কবল থেকে কোটি কোটি টাকার সম্পদ ও জানমাল রক্ষা করা কঠিন হয়ে পড়বে। রাঙ্গুনিয়া পৌর সদরে ফায়ার স্টেশন স্থাপিত হওয়ার পর গত ৩ বছরে সম্পদভিত্তিক অগ্নিকা-ে বাসগৃহ নষ্ট হয়েছে ৮৪ লাখ ১৪ হাজার টাকার সম্পদ, খড়ের গাদা বাবদ অগ্নিকা-ে প্রায় ৯৮ লাখ টাকা, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান ঘর প্রায় ৮০ লাখ টাকা, গাড়ি পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ২ লাখ টাকা, কারখানা ক্ষতি হয়েছে প্রায় ২৬ লাখ টাকাসহ অন্যান্য মিলে আনুমানিক ৫ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। ২য় শ্রেণীর ফায়ার স্টেশনে ১৬ জন ফায়ার ফাইটার থাকার কথা থাকলেও মাত্র ৬ জন ফায়ার ফাইটার দিয়ে পুরো রাঙ্গুনিয়ার অগ্নি নির্বাপণ ও বিভিন্ন দুর্যোগ-দুর্ঘটনা জোড়াতালি দিয়ে কাজ চালালেও আরও জনবল নিয়োগ জরুরী হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
×