ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে প্রতিমা ভাংচুর ॥ আটক ১

প্রকাশিত: ০৪:০৩, ১ মে ২০১৬

শরীয়তপুরে প্রতিমা  ভাংচুর ॥ আটক ১

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৫ এপ্রিল ॥ শরীয়তপুর জেলা শহরের প্রাণ কেন্দ্রে পালং মডেল থানা থেকে ৩শ’ গজ দূরে অবস্থিত পালং হরিসভায় জেলার কেন্দ্রীয় মন্দির, ঋষিপাড়া কালিমন্দির ও কোটাপাড়া মন্দিরে ঢুকে শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতকারী জগদার্থী, লোকনাথ, কালি মূর্তি, সরস্বতী, অষ্টসুখীসহ প্রায় ১৫টি প্রতিমা ভাংচুর করেছে। পালং হরিসভায় জেলার কেন্দ্রীয় মন্দিরে মূর্তি ভাংচুরের সময় পালং বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে জেলা হিন্দু, বৈদ্য, খ্রীস্টান ঐক্য পরিষদের উদ্যোগে জেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। মন্দির কমিটির সভাপতি বিমল কৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু, বৈদ্য, খৃস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শংকর প্রসাদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায় ও গবিন্দ চন্দ্র প্রমুখ।
×