ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় সংঘর্ষে নিহত এক ॥ ১৫ বাড়ি-দোকানে আগুন

প্রকাশিত: ০৪:০৩, ১ মে ২০১৬

বগুড়ায় সংঘর্ষে নিহত এক ॥  ১৫ বাড়ি-দোকানে আগুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে ওয়াহেদ আলী নামে এক মুদি দোকানি নিহত ও কমপেক্ষ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন শনিবার সকালে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে ১০ বাড়ি, ৫ দোকান ও একটি গোডাউন পুড়ে যায়। ফায়ার সার্ভিস প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৯ জন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলো- সামাদ আলী, সোহাগ, এখলাস, বাবলু মিয়া, সবুজ, খোকন, মজিদ, ইব্রাহিম ও রমজান আলী। এছাড়া আপেল নামে অপর এক ব্যক্তি আহত। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ব্যবসায়িক ও পারিবারিক বিরোধ নিয়ে বানদিঘী পূর্বপাড়া গ্রামের হিরু ম-ল ও মিলন গ্রুপের মধ্যে গত কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এরা দু’ জনই ফার্নিচার ব্যাবসায়ী। সদর থানা পুলিশ জানায়, এর সঙ্গে নারী ঘটিত একটি ঘটনাও দু’পক্ষের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করে। এর জের ধরে শুক্রবার সকাল ও দুপুরে দু’ গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এনিয়ে স্থানীয় কাউন্সিলর ও পরে ইউপি চেয়ারম্যান দু পক্ষকে নিয়ে সালিশ বৈঠক করে। কিন্তুু শুক্রবার সন্ধ্যার দিকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপক্ষ স্থানীয় চাতালের মোড় অপরপক্ষ রস্তার উত্তর পাশে অবস্থান নেয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১১ জন আহত হয়। আহতের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ৩টার দিকে একজন মারা যায়। শনিবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ গ্রুপের লোকজন মিলন ও তার আত্মীয়স্বজনসহ তাদের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন লাগাতে শুরু করে।
×