ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাকের ধাক্কায় শিক্ষক চালক ও শিশু নিহত

প্রকাশিত: ০৪:০৩, ১ মে ২০১৬

ট্রাকের ধাক্কায় শিক্ষক চালক ও শিশু নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ট্রাকের ধাক্কায় নাটোরে শিক্ষক, রংপুরে ভটভটিচালক ও কুড়িগ্রামে টিলারের ধাক্কায় শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নাটোর ॥ তেবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী মনছুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তেবাড়িয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছুর রহমান বাগাতিপাড়া উপজেলার পাটগ্রাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। নীলফামারী ॥ রংপুর বাসটার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক ভটভটিচালক নিহত ও আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর বাসটার্মিনাল এলাকায় ওই ভটভটিতে গাছের গুঁড়ি তোলার সময় একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটিচালক রাশেদুল ইসলাম মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বাতার গ্রাম এলাকায় মেহেদি হাসান (১০) নামে এক শিশু পাওয়ার টিলারের ধাক্কায় নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সে বরাইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
×