ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ব্যাঙ দিবস ॥ বরেন্দ্রে হারিয়ে গেছে ২৫ প্রজাতির ব্যাঙ ॥ অন্যরা বিপন্ন

প্রকাশিত: ০৪:০২, ১ মে ২০১৬

রাজশাহীতে ব্যাঙ দিবস ॥ বরেন্দ্রে হারিয়ে গেছে ২৫ প্রজাতির ব্যাঙ ॥ অন্যরা বিপন্ন

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ ব্যাঙ মানুষের কাছের বন্ধু। শত শত ভয়ঙ্কর রোগ নিয়ন্ত্রণ করতে পারে ছোট্ট এই প্রাণিটি। ভূমিকম্পের পূর্বাভাস দেয়ার মতো আশ্চর্য ক্ষমতাও আছে ব্যাঙের। অথচ পরিবেশ দূষণ, আবাসস্থল ধ্বংস, রোড কিলিং, পুকুর-ডোবায় ইটপাটকেল ছোড়া, কীটনাশকের অবাধ ব্যবহার, খাবার হিসেবে ব্যাঙের পা রফতানি কিংবা পরীক্ষাগারে পরীক্ষার নামে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে লাখ লাখ ব্যাঙ। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে প্রথমবারের মতো আয়োজিত ব্যাঙ দিবসের অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বলা হয়, সারাবিশ্বে এখনও পর্যন্ত চার হাজার ৭৪০ প্রজাতির ব্যাঙের দেখা মিলেছে। এর মধ্যে ১৯৮০ সালের পরই হারিয়ে গেছে দুই শ’ প্রজাতির ব্যাঙ। বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র ৬৩টি। দুই দশক আগেও রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ৬৩ প্রজাতির মধ্যে অন্তত ৪০-৫০ প্রজাতির ব্যাঙের দেখা মিলেছে।
×