ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যিক পার্ক নির্মাণ ॥ প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৪:০০, ১ মে ২০১৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যিক পার্ক নির্মাণ ॥ প্রতিবাদে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩০ এপ্রিল ॥ মাইজদীর বড়দীঘির দক্ষিণপাড়ে সরকারী উন্মুক্ত স্থানে বাণিজ্যিক পার্ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ করার প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। শনিবার বেলা ১১টায় জেলা শহরের টাউন হল মোড়ে নাগরিক অধিকার মোর্চা আয়োজিত এক মানববন্ধন-সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচীতে মোর্চার ব্যানার ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিশু-কিশোর মেলা, মৌমাছি কচি-কাঁচার মেলাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। এর আগে অবৈধ পার্ক নিয়ে রচিত গান পরিবেশ করেন স্থানীয় শিল্পীরা। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক অধিকার মোর্চার যুগ্ম আহ্বায়ক মোল্লা হাবিবুর রাসুল মামুন, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, জেএসডি জেলা সেক্রেটারি এ্যাডভোকেট কাউসার নিয়াজী, বাসদ (মাহাবুব) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট শ্যামল কান্তি দে, নোয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অহিদ উদ্দিন মুকুল ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ এজাজ প্রমুখ।
×