ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনী জটিলতায় ঝুলে আছে

পাইকগাছায় সেতু নির্মাণ বর্ধিত সময়েও শেষ হয়নি

প্রকাশিত: ০৪:০০, ১ মে ২০১৬

পাইকগাছায় সেতু নির্মাণ বর্ধিত সময়েও শেষ হয়নি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দুই দফা সময় বাড়ানোর পরও পাইকগাছা উপজেলার বোয়ালিয়া খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদের উপর ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। ব্রিজের দুই পাড়ের এপ্রোচ রোড (সংযোগ সড়ক) নির্মাণের কাজও আইনী জটিলতার কারণে ঝুলে আছে। এদিকে ব্রিজ নির্মাণের কারণে খেয়াঘাট দিয়ে নদী পারাপারের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় ১০-১২ কিলোমিটার পথ ঘুরে শিববাড়ি ব্রিজ হয়ে সাতক্ষীরা-পাইকগাছা-কয়রার ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এতে ভুক্তভোগীদের সময়ের অপচয় হচ্ছে, তেমনি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। কবে সংযোগ সড়কের জমি অধিগ্রহণ কাজ শেষ হবে, আর কবে নাগাদ ব্রিজটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে সে ব্যাপারে সংশ্লিষ্টরা কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। জানা গেছে, ২০১৪ সালের ১০ এপ্রিলের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করার কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় গত বছরের ৩০ জুন পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছিল। বর্তমানে ব্রিজের কাজ প্রায় শেষ হলেও ব্রিজের দুই পাড়ের সংযোগ সড়কের নির্মাণ কাজ এখনও জমি অধিগ্রহণ জটিলতার কারণে শুরু করা সম্ভব হয়নি। পাইকগাছা উপজেলা প্রকৌশল অধিদফর সূত্রে জানা গেছে, বোয়ালিয়া ঘাট এলাকায় নির্মাণাধনী ব্রিজের পশ্চিমে (বাঁকা-রাড়ুলী) পাড়ে ২৪৫ মিটার ও বোয়ালিয়া পাড়ে ১৮৬ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণও হয়েছে। তবে ব্রিজের উত্তর-পূর্ব পাড়ের বোয়ালিয়া বীজ উৎপাদন খামার সংলগ্ন জমির উপর আইনী জটিলতার কারণে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
×