ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় নাট্যশালায় আবারও ‘তামাশা’

প্রকাশিত: ০৩:৫৮, ১ মে ২০১৬

জাতীয় নাট্যশালায় আবারও ‘তামাশা’

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১ বছর পর আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চায়ন হবে চন্দ্রকলা থিয়েটারের হাসির নাটক ‘তামাশা’। দলের নন্দিত এ নাটকটির আগে ৪৩টি মঞ্চায়ন হয়েছে। আগামীকাল নাটকের ৪৪তম মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রতিশ্রুতিশীল নাট্য নির্দেশক এইচ আর অনিক। বজলুর রহমানের আলোক প্রক্ষেপণে নাটকটিতে অভিনয় করছেনÑ বাধন, মাসুম, আনিছ, অঙ্গন, ইব্রাহীম, লিয়ন, মলি, হৃদয়, বাবু, হাসান, আহাদ, রবিন, তানভীর, আসলাম এবং এইচ আর অনিক। ‘তামাশা’ পুরনো ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সংস্কৃতির ছায়ায় নির্মিত। নাটকের চরিত্রগুলো ঢাকাইয়া কুট্টি ভাষায় রূপাঙ্কিত। পুরো নাটকটি এতোটাই হাস্যরস্য ঢংয়ে মোড়ানো যে, সংলাপের ছন্দÑ স্রোতে হাসতে হাসতে দর্শকের পেটে খিল ধরে যায়। হাস্য-রস্যছলে যেখানে চলমান অনেক অসঙ্গতি বিবেকের চিত্তশালায় নাট্যকর্মীরা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় কমেডির শিল্পালোয়ে। এমনকি অতি সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয় সমাজ ও রাষ্ট্রীয় নানা অপচিত্রকে। উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নাট্যশালায় গেল বছরের ১৮ এপ্রিল নাটকটি মঞ্চস্থ হয়েছিল। দেশে ও দেশের বাহিরে ব্যাপক সমাদৃত হয়ে মঞ্চায়নের ধারাবাহিকতায় এটি নাটকের ৪৪তম প্রদর্শনী।
×