ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ববি এবার ‘বিজলী’

প্রকাশিত: ০৩:৫৭, ১ মে ২০১৬

ববি এবার ‘বিজলী’

স্টাফ রিপোর্টার ॥ ইফতেখার চৌধুরীর ‘খোঁজ : দ্য সার্চ’ চলচ্চিত্রের ক্যাপ্টেন ববি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১০ সালে বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন ইয়ামিন হক ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘এ্যাকশন জেসমিন’-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন ববি। এবার তিনি নামের আগে বাংলাদেশের প্রথম সুপারহিরো চলচ্চিত্র ‘বিজলী’র তকমা যোগ করলেন। এর ফলে আইটেম গান, রোমান্টিক বা মারদাঙ্গা চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করলেও এই প্রথমবার একজন নারী সুপারহিরো চরিত্রে ‘বিজলী’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। চলচ্চিত্রের প্রযোজকও তিনি। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘বিজলী’ চলচ্চিত্রের বিজলী চরিত্রের গল্পটা এবং এর কনসেপ্ট আমার খুবই ভাল লাগে। তখনই মনে হলো আমি কেন চলচ্চিত্রের পুরো বিষয়টার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছি না। গল্পের কনসেপ্টের মধ্যে একটা নতুনত্ব রয়েছে। সত্যি বলতে সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। এই চলচ্চিত্রের মাধ্যমে আমি বিজলীর মতোই চমকাতে চাই। এর গল্প দর্শকের খুবই ভল লাগবে। বলতে গেলে ‘বিজলী’ চলচ্চিত্রে অনেক ধরনের চমকই রয়েছে। এতে আমি ছাড়াও বিভিন্ন ধারার অনেক গুণী শিল্পীরা অভিনয় করছেন। প্রযোজনায় আসা প্রসঙ্গে ববি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ তাই এটাকে আনন্দেরই একটা কাজ মনে করছি। পাগলের মতো ভালবাসার একটা জায়গা থেকে প্রযোজক হয়েছি। নিজের ভাল লাগা এবং অভিনয়শিল্পীদের সহযোগিতা পাওয়ায় এত বড় দুঃসাহস করার সাহস দেখালাম। অনেকেই বলছেন চলচ্চিত্রের দুঃসময় চলছে। তাই বলে তো আমরা একটা জায়গায় থমকে থাকতে পারি না। দুঃসময় কাটিয়ে সুসময় আসবে। চলচ্চিত্রে নতুন অভিনেতা প্রসঙ্গে ববি বলেন, আমরা নায়ক সঙ্কটে ভুগছি। কারণ শাকিব খান এতই ব্যস্ত, তার শিডিউল পাওয়া খুবই কঠিন। এছাড়া অন্যদের মধ্যে আরিফিন শুভ ও বাপ্পী চৌধুরীও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত। তাছাড়া একটি জিনিস খেয়াল করা উচিত ‘বিজলী’ চলচ্চিত্রটি নারীকেন্দ্রিক। নারীকেন্দ্রিক চলচ্চিত্রে অনেকে কাজ করতে চাইলেও তাদের সময় হয়ে ওঠে না, আবার অনেকেই নারীকেন্দ্রিক চলচ্চিত্রে কাজ করতে অনাগ্রহী। তবে এই চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনেই রণবীরকে কাস্টিং করা হয়েছে। ‘বিজলী’ চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী ববি। ‘বিজলী’ চলচ্চিত্রের পরিচালক ইফতেখার চৌধুরীর দাবি, বাংলাদেশের প্রথম সুপারহিরো চলচ্চিত্র হতে যাচ্ছে ‘বিজলী’। তিনি জানান, বলিউডে ‘কৃষ’ চলচ্চিত্রে যেমন সুপারহিরো হৃতিক রোশনের বিশেষ ক্ষমতা দেখা গেছে। হলিউডে ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যানের মতো অনেক সুপারহিরো আছে, ‘বিজলী’ও তেমন একটা সুপারহিরো হবে। তার সুপার পাওয়ার আছে। সবাই তার পাওয়ার পেতে উদগ্রীব থাকে। এভাবেই কাহিনী এগোবে।
×