ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাট পাসপোর্ট অফিসে ৩ কোটি টাকা রাজস্ব আয়

প্রকাশিত: ০৩:৫১, ১ মে ২০১৬

জয়পুরহাট পাসপোর্ট অফিসে  ৩ কোটি টাকা রাজস্ব আয়

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস ২০১৪ সালের ২ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত ৯ হাজার ১শ‘ ৩২টি পাসপোর্ট ইস্যু করে ২ কোটি ৮৩ লাখ ৯১ হাজার ৯শ’ ৮৫ টাকা রাজস্ব আদায় করেছে। ৫দিনব্যাপী সেবা সপ্তাহে জয়পুরহাট পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ আলী আশরাফ এ তথ্য জানান। জয়পুরহাটে পাসপোর্ট অফিস শুরু পর থেকে জেলাবাসীর দীর্ঘ দুর্ভোগের অবসান হয়। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায় জয়পুরহাটে পাসপোর্ট অফিস চালুর পরে ৮ হাজার ৯শ’ ১৫টি বেসরকারী এবং ২১৭টি সরকারী পাসপোর্ট ইস্যু করা হয়। খাদ্যপণ্যের দাম কমাল কিউবা সরকার দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয় মালিকানাধীন দোকানগুলোতে বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমিয়েছে কিউবার সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানি করা পণ্য ডলারের সঙ্গে সমন্বয় করে কিউবান বিনিময়যোগ্য পেসোতে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। পণ্য সাশ্রয়ী হওয়ায় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কিউবানরা। বেতন কাঠামো কিংবা পেনশন, মূল্যস্ফীতির বাজারে কোনটাই দৈনন্দিন জীবনের ব্যয় মেটাতে যথেষ্ট নয় কিউবানদের জন্য। একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি, অন্যদিকে আয়-ব্যয়ে অসমতা। এসব বিবেচনায় রেখে রাষ্ট্রীয় মালিকানাধীন বাজারগুলোতে বেশকিছু নিত্যপণ্যের দাম কমিয়েছে কিউবার সরকার। এতে আমদানি করা পণ্য কিউবান বিনিময়যোগ্য পেসোতে আরও কম দামে কিনতে পারবেন তারা। কিউবায় দুই ধরনের মুদ্রা ব্যবহৃত হওয়ায় আমদানি করা পণ্য কিনতে কিউবান বিনিময়যোগ্য পেসোর একক ব্যবহৃত হয়, যেটা প্রায় ডলারের সমমূল্যের। Ñঅর্থনৈতিক রিপোর্টার ৪৬৫ কোটি ডলার লোকসান গুনছে ফক্সওয়াগন কার্বন নিঃসরণ কেলেঙ্কারির কারণে গত বছর ৪৬৫ কোটি ডলার লোকসান গুনেছে জার্মানির বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। ইতিহাসে এই প্রথমবারের মতো এত মোটা অঙ্কের লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বিশ্ববাজার থেকে অনেক গাড়ি তুলে নিয়েছে ফক্সওয়াগন। এ কারণে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাথাইস মুলার জানান, চলতি বছর লাভের মুখ দেখতে পারে ফক্সওয়াগন। তাই কার্বন নিঃসরণ কম হয় এমন ইঞ্জিন সংবলিত গাড়ি তৈরির পাশাপাশি ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×