ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জ্বালানি তেলের দর নিয়ে বিশ্বব্যাংকের অবস্থান পরিবর্তন

প্রকাশিত: ০৩:৫১, ১ মে ২০১৬

জ্বালানি তেলের দর নিয়ে বিশ্বব্যাংকের অবস্থান পরিবর্তন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে বিশ্বব্যাংক। এ বাজারে চাঙ্গা মনোভাব ও ডলার দুর্বল হওয়ার মধ্যে প্রতিষ্ঠানটি এ বছরের জন্য তেলের দর বাড়িয়ে নতুন পূর্বাভাস দিয়েছে। তবে বিশ্বের বড় বড় তেল রফতানিকারক দেশের কাছে যে মজুদ আছে, তা নতুন করে পীড়া দিতে পারে বলে সতর্ক করেছে ব্যাংকটি। সর্বশেষ তথ্যে বিশ্বব্যাংক জানিয়েছে, এ বছর তেলের গড় দর হবে ব্যারেলপ্রতি ৪১ ডলার। এর আগে জানুয়ারিতে তারা দর কমিয়ে ৩৭ ডলারের পূর্বাভাস দেয়। এ হিসাবে নতুন দর আগের চেয়ে ১০ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারে গত দেড় বছরে পণ্যটির দর প্রায় ৭০ শতাংশ কমে যায়। ২০১৪ সালের মাঝামাঝিতে এক ব্যারেল তেল বিক্রি হয় ১১৫ ডলার। এ বছরের শুরুতে তা নেমে আসে ২৫ ডলারের কাছাকাছি। কিন্তু গত সপ্তাহে তেলের উৎপাদন সীমিত করতে দোহায় বৈঠক হয়।
×