ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাখির জন্য ভালোবাসা, গাছে গাছে মাটির হাড়ি

প্রকাশিত: ০১:৪৭, ৩০ এপ্রিল ২০১৬

পাখির জন্য ভালোবাসা, গাছে গাছে মাটির হাড়ি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ তিনদিন ধরে চলছে পাখি নিরাপদে থাকার জন্য গাছে গাছে মাটির হাড়ি বসানোর কাজ। মাদারীপুর ফ্রেন্ডস অভ নেচার নামের একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদের নিজ উদ্যোগে চলছে জীববৈচিত্র্য রক্ষার জন্য চলছে এ মহান কাজ। চলছে বৈশাখের ক্রমাগত তাপদাহের মত প্রাকৃতিক দুর্যোগ। সামনে ঝড়-বৃষ্টি পাখিরা নিরাপত্তাহীন হয়ে পড়বে। অনেক পাখি মারা যাবে প্রকৃতির আপন খেয়ালে। এসব কথা চিন্তা করে পাখি রক্ষা ও পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ নিজ উদ্যোগে পরিবেশ রক্ষার স্বার্থে পাখি রক্ষায় বিভিন্ন গাছে গাছে হাঁড়ি বসিয়ে দিয়েছেন। এখনও চলছে এই হাড়ি বসানোর কার্যক্রম। প্রথম পর্যায়ে ফ্রেন্ডস অভ নেচারের নিজস্ব নার্সারীর গাছগুলোতে শতাধিক হাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমের শহর ও গ্রামের বিভিন্ন গাছে আরো এক হাজার হাড়ি বসানো হবে বলে জানা গেছে। ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, “পাখির নিরাপদ আশ্রয়, পাখি রক্ষা ও তাদের ডিম দেয়ার জন্য হাঁড়িগুলো বসানো হয়েছে। এতে ঝড়, বৃষ্টি, রোদ থেকে পাখিরা বাঁচবে। হাড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেয়া হয়েছে। এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্রগুলো দিয়ে পড়ে যাবে। তাছাড়া হাড়ির দুদিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। একদিক দিয়ে পাখি ঢুকলে আবার সোজা অপর মুখ দিয়ে বের হয়ে যেতে পারবে। এতে পাখির হাড়ির মধ্যে ঢুকতে ও বের হতে কোন বাধা বা সমস্যা হবে না। আশা করছি আগামী দু’মাসের মধ্যে শহর ও গ্রামে প্রায় এক হাজার গাছে হাড়ি বসানো হবে। এতে বিলুপ্তপ্রায় পাখিগুলো রক্ষা পাবে এবং হাড়িগুলোতে বাসা বেধে বংশ বিস্তার করতে পারবে।” মাদারীপুর শহর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মো. বাদল আহম্মেদ বলেন, “পাখির প্রতি এমন ভালোবাসার কথা শুনে সরেজমিনে দেখতে এলাম। সত্যিই দেখে মন ভরে গেলো। পাখির জন্য কেউ এমন আয়োজন করে আমার জানা ছিলো না। এই সুন্দর কাজ দেখে অনেকেই উদ্বুদ্ধু হবেন বলে আমার বিশ্বাস।”
×