ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালতলীতে জমি দখলের চেষ্টায় ঘর ভাংচুর ও মালামাল লুট

প্রকাশিত: ০১:৩৫, ৩০ এপ্রিল ২০১৬

তালতলীতে জমি দখলের চেষ্টায় ঘর ভাংচুর ও মালামাল লুট

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার তালতলী উপজেলা পরিষদের পশ্চিম পাশে পান্না মাঝির জমি দলখের চেষ্টায় স্থানীয় ভূমি দস্যুরা ঘর ভাংচুর ও মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। স্থানীয় সুত্রে জানাগেছে, ২০১১ সালে তালতলী উপজেলা পরিষদের পশ্চিম পাশে স্থানীয় পান্না মাঝি আক্কাস মৃধার কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে বাসবাস করে আসছিল। ঘটনার দিন রাতে স্থানীয় ছগির হাওলাদার. খেমংলা তালুকদার, মংবাথান ও কালু মিয়াসহ ১৫/২০ জন সন্ত্রাসী পান্না মাঝির জমি দখলের চেষ্টায় ঘর ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় পান্না মাঝির ছেলে সাকিল ও তার স্ত্রী খাদিজা ঘরে ছিল। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। জমির মালিক পান্না মাঝি জানান ছগির হাওলাদার, খেমংলা তালুকদার, মংবাথান ও কালু মিয়াসহ ১৫/২০ জন সন্ত্রাসী জোর পূর্বক আমার জমি দখলের চেষ্টা চালায়। পরে তারা আমার ঘর ভাংচুর করে ঘরের সকল মালামাল নিয়ে গেছে। ভুমি দস্যু ছগির হাওলাদার ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন ওই জমি দখলের জন্য আমি যায়নি। কে বা কারা ঘর ভাংচুর করেছে তা আমার জানা নেই। তালতলী থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল আখতার জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×