ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে লোডশেডিং ও আশুলিয়ায় ঘাতক স্বামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০০:০০, ৩০ এপ্রিল ২০১৬

সাভারে লোডশেডিং ও আশুলিয়ায় ঘাতক স্বামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ বিদ্যুৎতের লোডশেডিং ও নারী পোশাক শ্রমিকের ঘাতক স্বামীকে গ্রেফতারে দাবিতে সাভার ও আশুলিয়ায় পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন শিমুলতলা এলাকায় হাতে হাত ধরে শিক্ষার্ধীরা এ মানববন্ধন কর্মসুচী পালন করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এ সময় বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারনে তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। প্রচন্ড গরমের কারনে রাতের পরিস্থিতি আরো ভয়াভয় হয়ে উঠে। এতে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। শিক্ষার্থীরা এ সময় সরকারের নিকট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। অপরদিকে, আশুলিয়ায় সোমা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিক হত্যার ঘটনায় ঘাতক স্বামী আব্দুল রেজ্জাককে গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন সকালে মহাসড়কের আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ‘প্রান্তিক’ গেটের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন ইসলামনগরের কয়েকশ’ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ এপ্রিল রাতে দাবিকৃত যৌতুকের ২ লাখ টাকা না পেয়ে ইসলামনগরে সোমাকে শ^াসরোধ করে হত্যা করে তার স্বামী রেজ্জাক। এ ঘটনার পর থেকে রেজ্জাক পলাতক রয়েছে। থানায় মামলা দায়ের হলেও এখনো ঘাতককে আটক করতে পারেনি পুলিশ। এলাকাবাসী ঘাতক রেজ্জাককে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান সরকারের কাছে।
×