ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দোকান থেকে টেনে বের করে সংখ্যালঘু দর্জিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৩:২৪, ৩০ এপ্রিল ২০১৬

দোকান থেকে টেনে বের করে সংখ্যালঘু দর্জিকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের গোপালপুরে সংখ্যালঘু এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গোপালপুর উপজেলার পৌর এলাকার ডুবাইল বাজারে শনিবার দুপুরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নিখিল চন্দ্র জোয়ারর্দার। তিনি ওই বাজার এলাকার মৃত নলিনীকান্ত জোয়ারর্দারের ছেলে। এলাকাবাসীর ধারণা, এ হত্যাকান্ডের সাথে জঙ্গিগোষ্ঠি জড়িত থাকতে পারে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র (৫০) ডুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তার ট্রেইলারিং এর দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন যুবক এসে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাথারিভাবে কুপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগের ভেতর কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু রয়েছে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌছে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এলাকাবাসী জানায়, নিহত নিখিল বছর খানেক আগে স্থানীয় এক ব্যক্তির সাথে ধর্ম নিয়ে তর্কের সময় হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করেছিলেন। পরে এলাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তারপর থেকে তিনি হুমকির মধ্যে ছিলেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, কারা কি উদ্দেশ্যে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
×