ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন কল্যাণধমী সমাজব্যবস্থার- রওশন

প্রকাশিত: ২৩:১৭, ৩০ এপ্রিল ২০১৬

মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন কল্যাণধমী সমাজব্যবস্থার- রওশন

স্টাফ রিপোর্টার ॥ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কল্যাণধমী সমাজব্যবস্থার প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। শনিবার মহান মে দেবস উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে ঐক্য ও সংহতি প্রকাশ করে মে দিবসে সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, মে দিবসে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের বিজয়, আনন্দ-উৎসবের এবং নতুন সংগ্রামের শপথ গ্রহণের দিন। মে দিবসের সামগ্রীক ইতিহাসই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা, মুক্তি অর্জন ও আন্তর্জাতিক সংহতির লক্ষ্যে ধারাবাহিক সংগ্রামের ইতিহাস। তিনি আরও বলেন, দরকার একটি কল্যাণধর্মী সমাজ ব্যবস্থা। যে সমাজ শ্রমিকদের ঘাম শুকানোর আগে তার মজুরী দিয়ে দিতে নির্দেশ দিবে এবং একই সাথে শ্রমিকদের মানব সম্পদ হিসেবে মূল্যায়ন ও মর্যাদা প্রদান করবে। এ দিনে তিনি প্রত্যাশা করেন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদানে সরকার, মালিক, বিনিয়োগকারীসহ সকল পক্ষ আন্তরিক হবে। শ্রেণি বৈষম্য দূর হয়ে আমাদের সমাজটা শান্তিপূর্ণ মনুষ্য সমাজ হিসেবে গড়ে উঠবে।
×