ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

প্রকাশিত: ২৩:০৩, ৩০ এপ্রিল ২০১৬

বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল শনিবার বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে ভেটেরিনারি অনুষদ এবং বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি। জানা যায়, সকাল ১০টার দিকে ভেটেরিনারি অনুষদের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শেষ হয়। পরে বিশ্ব ভেটেরিনারি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড.মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, সম্মানিত অতিথি আমর্ফোস মেডিকেল কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল ডা. মো. ফাসিউর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশ্ব ভেটেরিনারি দিবসের গুরুত্ব ও ভেটেরিনারিয়ানদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।
×