ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে শিশু বিবাহ নিরোধকল্পে সমাবেশ ও শপথ বাক্য পাঠ

প্রকাশিত: ২২:৫৮, ৩০ এপ্রিল ২০১৬

 দুর্গাপুরে শিশু বিবাহ  নিরোধকল্পে সমাবেশ ও শপথ বাক্য পাঠ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর (নেত্রকোনা) ॥ জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ইউবিআর প্রকল্পের সহযোগীতায় উপজেলার বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয,জহুড়া জালাল বালিকা উচ্চ বিদ্যালয়, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও মাতৃজাগরনী বালিকা উচ্চ বিদ্যালয় এ বাল্য বিবাহ নিরোধ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে অত্র স্কুলের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে বিশাল ছাত্র-ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে আলোচনা ও শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান,অন্যান্যোর মধ্যে আলোচনা করেন ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী,সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ। সভায় বক্তারা মেয়েদের আঠার বছর ও ছেলেদের একুশ বছরের পূর্বে বিয়ে না করা এবং যেখানে বাল্য বিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
×