ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৫, ৩০ এপ্রিল ২০১৬

হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনার দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ শিলাবৃষ্টি, পাহাড়ী ঢলে অকাল বন্যায় সবকটি হাওরের ফসল হানি ঘটায় সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, কৃষক আব্দুল কাদির, মহিলা কাউন্সিলর শেলী চৌহান ময়না, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সাংবাদিক আল হেলাল, মানবাধিকার কমিশন জেলা শাখার সহ-সভাপতি এমদাদুল হক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিলাবৃষ্টি, অতিবর্ষন, পাহাড়ী ঢল, ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনা করে সরকার জরুরী ভিত্তিতে তাদের পুর্নবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহন করার দাবী জানানো হয়।
×