ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকীতে রংপুরে উৎসব সমাপ্ত

প্রকাশিত: ২২:৩০, ৩০ এপ্রিল ২০১৬

শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকীতে রংপুরে উৎসব সমাপ্ত

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বাউল সাধক শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রংপুরে শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী উৎসব আজ শনিবার রাতে শেষ হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ এ উৎসবের আয়োজন করে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ওই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। উদ্বোধনের পর জাতীয় উদ্যাপন পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পর্ষদ রংপুর কমিটির আহ্বায়ক বিপ্লব প্রসাদ। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আলোচনা করেন সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম, শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ জাতীয় কমিটির সদস্যসচিব হাসান আরিফ, উদ্যাপন পর্ষদ রংপুর কমিটির সদস্যসচিব রথীশ চন্দ্র ভৌমিক। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের প্রথম দিনে গতকাল সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আসা শিল্পী কানন বালা সরকার, বিমান বালা বিশ্বাস, আরিফ রহমান, শাহনাজ বাবু, আবিদা রহমান, শান্তা রহমান ও নেত্রকোনার দিলবাহার খান। আজ শনিবার বিকেল পাঁচটা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে দ্বিতীয় দিনের মতো বাউলসংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।
×