ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ধান কাটা নারী শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত

প্রকাশিত: ২২:১৮, ৩০ এপ্রিল ২০১৬

নওগাঁয় ধান কাটা নারী  শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত

নিজস্ব সংবাদদাতা , নওগাঁ ॥ কামলা (কৃষি শ্রমিক) সংকটের কারনে আবাদ উদ্বৃত্ত নওগাঁ জেলায় বোরো ধান কাটা-মাড়াই কাজ ব্যাহত হয়ে পড়েছে। এই সুযোগে কিছু জোতদার নারী শ্রমিকদের কাজে লাগিয়ে তাদের ক্ষেতের ধান কেটে বাড়িতে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে কষ্টের বিষয় হলো, এসব দরিদ্র নারী শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়া হচ্ছে না। এসব নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সঙ্গে সমান তালে শ্রম দিয়েও তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। ফলে নারী শ্রমিকদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে তাদের কোন ধারণা নেই। তারা জানেন না এ দিন শ্রমিকের ন্যায্য মজুরি প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা জীবন দিয়েছিলেন। আগামীকাল পহেলা মে সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হয়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের এসব নারী শ্রমিকরা এ দিবসের তাৎপর্য এখনও জানেন না। এক শ্রেনীর জোতদার এবং সুবিধাবাদী গৃহস্থ দিনের পর দিন এসব নারী শ্রমিকদের ঠকিয়ে আসছেন।
×