ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে পৌরসভায় মামা-ভাগিনা ও চাচা ভাতিজার নির্বাচনী লড়াই

প্রকাশিত: ২০:৩১, ৩০ এপ্রিল ২০১৬

টেকনাফে পৌরসভায় মামা-ভাগিনা ও চাচা ভাতিজার নির্বাচনী লড়াই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ পৌর নির্বাচনী প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। প্রার্থীদের বেশীর ভাগই আত্মীয় স্বজন। প্রার্থীদের মধ্যে কেউ সহোদর, কেউ আপন চাচা ভাতিজা ও আবার কেউ মামা-ভাগিনা। আগামী ২৫মে টেকনাফ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা পদে ৮জন ও সাধারণ কাউন্সিলর পুরুষ পদে ৪১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে পৌরসভার ১নং ওয়ার্ডে আপন দু’সহোদর যথাক্রমে বর্তমান কাউন্সিলর হাজী মোহাম্মদ ইউনূছ ও তার আপন সহোদর শাহ আলম আপন ভাগিনা মেহেদী হাসান কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপর দিকে ৫নং ওয়ার্ডে দু‘সহোদর যথাক্রমে মোহাম্মদ ইউছুফ মনু ও আপন সহোদর মোহাম্মদ আলম বাহাদুর, আপন ভগ্নিপতি মোহাম্মদ ইউছুফ ভুট্টো কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৯নং ওয়ার্ডে আপন চাচা ভাতিজা যথাক্রমে চাচা বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আমিন ভুলু ও ভাতিজা নুরুল বশর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি হিসেবে মাঠে লড়ছেন। ৭নং ওয়ার্ডে মামা ভগিনা যথাক্রমে বর্তমান কাউন্সিলর ভাগিনা মৌলভী মজিবুর রহমান ও মামা মোহাম্মদ ইলিয়াছ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি রয়েছেন।
×