ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় চুরি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২০:২৭, ৩০ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় চুরি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলা শহরে মোটরসাইকেল চুরিসহ বাসা-বাড়িতে চুরি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের মোক্তারপাড়ায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেনঃ শ্যামলেন্দু পাল, মোস্তাফিজুর রহমান খান, অধ্যাপক শাহ আলম, এটিএম এ রাজ্জাক, গাজী মোবারক হোসেন, দেবশংকর রায় দেবু, সাইফুল্লাহ এমরান, নাজমুশ শাহাদাৎ নাজু, এনামূল হক পলাশ, সঞ্জয় সরকার, তানভীর জাহান চৌধুরী প্রমুখ। মানববন্ধনে শহরের সরকারী-বেসরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা শহরের মোটরসাইকেল চোর চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানান।
×