ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিধানসভা নির্বাচনে আজকের ভোটের তারকা প্রার্থীরা

প্রকাশিত: ১৯:৩০, ৩০ এপ্রিল ২০১৬

বিধানসভা নির্বাচনে আজকের ভোটের তারকা প্রার্থীরা

অনলাইন ডেস্ক ॥ আজ কলকাতার ১০ টি কেন্দ্র সহ দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার মোট ৫৩টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এটা রাজ্যে বিধানসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ। এই পর্বের ভোটে যাঁরা যাঁরা তারকা প্রার্থী, তাঁদের কয়েকজনের নাম এখানে দেওয়া হল। (০১) সৈয়দ রহিম নবি। তৃণমূল কংগ্রেস। পাণ্ডুয়া, (০২) রচপাল সিংহ। তৃণমূল কংগ্রেস। তারকেশ্বর, (০৩) বেচারাম মান্না। তৃণমূল কংগ্রেস। হরিপাল, (০৪) রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর, (০৫) ইন্দ্রনীল সেন। তৃণমূল কংগ্রেস। চন্দননগর, (০৬) রবীন দেব। বামফ্রন্ট প্রার্থী। সিঙ্গুর, (০৭) আবদুল মান্নান। কংগ্রেস প্রার্থী। চাঁপদানি, (০৮) সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস। বালিগঞ্জ, (০৯) শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস। রাসবিহারী, (১০) চন্দ্র কুমার বসু। বিজেপি। ভবানীপুর, (১১) দীপা দাশমুন্সি। কংগ্রেস। ভবানীপুর, (১২) মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস। ভবানীপুর, (১৩) ফিরহাদ (ববি) হাকিম। তৃণমূল কংগ্রেস। কলকাতা বন্দর, (১৪) অশোক দেব। তৃণমূল কংগ্রেস। বজবজ, (১৫) শমীক লাহিড়ি। বামফ্রন্ট প্রার্থী। মহেশতলা, (১৬) অম্বিকেশ মহাপাত্র। নির্দল প্রার্থী। বেহালা পূর্ব, (১৭) পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস। বেহালা পশ্চিম, (১৮) শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস। বেহালা পূর্ব, (১৯) অরূপ বিশ্বাস।তৃণমূল কংগ্রেস। টালিগঞ্জ, (২০) জ্যোতির্ময়ী শিকদার। বামফ্রন্ট প্রার্থী। সোনারপুর উত্তর, (২১) সুজন চক্রবর্তী। বামফ্রন্ট প্রার্থী।যাদবপুর, (২২) মণীশ গুপ্ত। তৃণমূল কংগ্রেস।যাদবপুর, (২৩) জাভেদ খান।তৃণমূল কংগ্রেস। কসবা, (২৪) রেজ্জাক মোল্লা। তৃণমূল কংগ্রেস। ভাঙড়, (২৫) সোনালি গুহ। তৃণমূল কংগ্রেস। সাতগাছিয়া, (২৬) বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস। বারুইপুর পশ্চিম, (২৭) কান্তি গঙ্গোপাধ্যায়। বামফ্রন্ট প্রার্থী। রায়দিঘি, (২৮) দেবশ্রী রায়। তৃণমূল কংগ্রেস। রায়দিঘি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×