ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

প্রকাশিত: ১৯:০৭, ৩০ এপ্রিল ২০১৬

খিলগাঁওয়ে মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

স্টাফ রিপোর্টার॥রাজধানীর খিলগাঁও থানাধীন শেখের জায়গায় একটি মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি করে নগদ ২৬ হাজার টাকা ও এক থেকে সোয়া লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সুকুমার সরকার (৫৬) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি। আহত ব্যক্তিকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে পাঠান। সুকুমার সরকারের বড় ভাই পরিতোষ সরকার বলেন, গতকাল বার্ধক্যজনিত কারণে আমাদের মা তুলসি রানী মল্লিক মারা যান। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ নিয়ে যাচ্ছিলাম টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়িতে। আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাসে ছিল। পথে রাত আনুমানিক দেড়টার দিকে শেখের জায়গায় পথ আটকে থামিয়ে রাখা একটি মাটির ট্রাকের কারণে আমাদের গাড়ি দুটি থামালে ১০-১২ জনের ডাকাতদল হামলা চালায়। এ সময় তারা নগদ ২৬ হাজার টাকা ও এক থেকে সোয়া লাখ টাকার স্বর্ণালংকার লুট করে। তিনি আরও জানান, ডাকাতদের হামলায় তার ভাই সুকুমার সরকার গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠায়।
×