ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১৯:০৩, ৩০ এপ্রিল ২০১৬

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

অনলাইন রিপোর্টার॥ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি ১০টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া পৌঁছান। সেখান থেকে তিনি ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি গোপালগঞ্জের মধুমতি নদীর ওপর দৃষ্টি নন্দন চাঁপাইল ব্রিজ উদ্বোধন করবেন। এছাড়া উদ্বোধন করবেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, টুঙ্গীপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স, জাতীয় মহিলা সংস্থার ভবন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০ কিলো-ওয়াট এফএম রেডিও স্টেশন, টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কাশিয়ানী-গোপালগঞ্জ (গোবরা) নতুন রেলপথ নির্মাণ প্রকল্প। এরপর বেলা সাড়ে ১১টায় জেলার কোটালীপাড়া উপজেলার উদ্দেশে সড়ক পথে যাত্রা করবেন তিনি। সেখানে কোটালীপাড়া বাপার্ডে কিছু সময় অবস্থান করবেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন শেখ হাসিনা। পাশাপাশি উপজেলার ১০০টি প্রাথমিক ও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
×