ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় মেম্বার প্রার্থীর নির্বাচনী সমাবেশে হামলা ॥ নিহত ১ আহত ১০

প্রকাশিত: ১৮:৫০, ৩০ এপ্রিল ২০১৬

পাবনায় মেম্বার প্রার্থীর নির্বাচনী সমাবেশে হামলা ॥ নিহত ১ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ শুক্রবার রাতে সুজানগর উপজেলার আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের আহাম্মদপুর দক্ষিনচর গ্রামে বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থী জহুরুল ইসলাম জিন্নাহর নির্বাচনী সমাবেশে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন মিয়ার ক্যাডারদের হামলায় জামেনা খাতুন (৫০) নামের এক মহিলা নিহত হয়েছেন। এঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন মহিলাসহ অন্তত ১০ জন। গুরুতর আহত ওয়াজেদ আলী (৪৫), খালেক সর্দার (৫০), জালাল (২২), শিলা (২০), গোপাল (৩২), মহিদুল (৩৪), সাইদুল মণ্ডল (২০), আলাল সর্দার (৪৫), আবদুল্লাহ আল মামুনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেম্বার প্রার্থী জহুরুল ইসলাম জিন্নাহ জানান, তিনি ওই চেয়াম্যানের পক্ষে কাজ না করায় তার সমাবেশের উপর হামলার ঘটনা ঘটানো হয়েছে। চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন মিয়া হামলার কথা অস্বীকার করে জানান, মেম্বার প্রার্থীর লোকজনরাই হামলা চালিয়ে তার কর্মী আবদুল্লাহ আল মামুনকে আহত করেছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা নিহতের ঘটনা স্বীকার করে জানান, পুলিশের অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। আমিনপুর থানায় মামলা হয়েছে।
×