ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুল্ক গোয়েন্দাদের অভিযান

টার্গেট ছিল গাড়ি, ধরা পড়ল বিপুল বিদেশী মদ

প্রকাশিত: ০৭:৪০, ৩০ এপ্রিল ২০১৬

টার্গেট ছিল গাড়ি, ধরা পড়ল বিপুল  বিদেশী মদ

স্টাফ রিপোর্টার ॥ টার্গেট ছিল বিলাসবহুল গাড়ি ধরা। হানা দিয়ে পাওয়া গেল মদের বিশাল চালান। এত বিপুল পরিমাণ মদের মজুদ দেখে হতবাক শুল্ক গোয়েন্দার দল। মদের চালান নিয়ে যখন হৈচৈ চলে, তখন ওই ফাঁকে ওরা গাড়িটি সরিয়ে নেয় হোটেল থেকে। এ নাটকীয়তা ঘটে শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকায় হোটেল ঢাকা রিজেন্সিতে। এখন গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে ওই বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িটি। শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন খবর ছিল, ফোর স্টার হোটেল ঢাকা রিজেন্সির পার্কিং এরিয়ায় একটি রেঞ্জ রোভার গাড়ি লুকানো রয়েছে। হোটেলের পরিচালক আরিফ মোতাহার দীর্ঘদিন যাবত পাঁচ কোটি টাকা মূল্যের এ গাড়িটি ব্যবহার করছেন। শুক্রবার সকালে শুল্ক গোয়েন্দা দল রিজেন্সি হোটেলের নিচতলায় হানা দেয়। এ সময় সেখানে গাড়িটি না পেলেও ওপরের বারে গিয়ে দেখতে পায় বিদেশী মদের বিশাল চালান। আটক চালানে দেখা যায় ব্ল্যাক লেভেল, লেভেল, রেড লেভেল, হান্ড্রেড পাইপার, টিচার্স, বিভিন্ন ব্রান্ডের হুইস্কি ও হ্যানিক্যান বিয়ার।
×