ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশের গানে ন্যান্সি

প্রকাশিত: ০৬:৫০, ৩০ এপ্রিল ২০১৬

দেশের গানে ন্যান্সি

স্টাফ রিপোর্টার ॥ মৌলিক কোন দেশের গানে কণ্ঠ দেয়া হয়নি বলে এক সময় আফসোস করেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি। নিজের সঙ্গীত ক্যারিয়ারের ১১ বছর পর এবার সেই সুযোগ পেয়েছেন তিনি। অবশেষে দেশের গানে পাওয়া যাবে সুরেলা কণ্ঠের এই শিল্পীকে। শুক্রবার দুপুরে নতুন একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। লুৎফর হাসানের কথা সুরে ন্যান্সির এই গানটির সঙ্গীতায়োজন করেছেন অমিত কর। অমিত কর জানান, এটি বাজারে আসবে গানচিল মিউজিকের ব্যানারে। নতুন গানের কথাগুলো ঠিক এ রকম ‘গোলাপ ফোটার ব্যাকুল দিনে, হাসনাহেনার রাতের ঋণে, বৃষ্টিমাধব সকাল হলে, ঘুঘুডাকা দুপুর বলে, আর কিছু নেই একটাই শুধু, আশ্রয় আমার বেশ, সারাদিনমান সারা রাত্তির আমার বাংলাদেশ’। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, এক কথায় ফ্যান্টাসটিক অনুভূতি। এতদিনের ক্যারিয়ারে অন্তত ৫০টা দেশের গান গাওয়া উচিত ছিল। আমি পারিনি, এটা ব্যর্থতা। এবার সম্ভব হয়েছে। ন্যান্সি জানান, তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে, দেশের গানে কোন পারিশ্রমিক নেবেন না। হলোও তাই। অন্যদিকে তৃতীয়বারের মতো মাকে নিয়ে গান গেয়েছেন ন্যান্সি। স্নেহাশীষ ঘোষের লেখা গানটিতে সুর দিয়েছেন মিলন। বিশ্ব মা দিবস উপলক্ষে এটি বাজারে আসবে বলে জানা গেছে।
×