ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দশরথ ব্রেন টিউমারে আক্রান্ত চিকিৎসায় সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৬:২২, ৩০ এপ্রিল ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ অসহায় যুবক দশরথ দাশের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত। গোপালগঞ্জের কোটালীপাড়া তারাশী গ্রামের দাসপাড়ায় তার বাড়ি। অনেক আগেই তার দিনমজুর বাবা তনু দাশ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একমাত্র উপার্জনক্ষম দশরথ অসুস্থ হওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। মা মঞ্জু রানী এখন সব হারিয়ে গৃহকর্মীর কাজ নিয়েছেন। দশরথ বর্তমানে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালের ষষ্ঠ তলায় ৩ নম্বর পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডের ৩ নম্বর বেডে সহকারী অধ্যাপক ডাঃ নোমান খালেক চৌধুরীর চিকিৎসাধীন আছেন। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় দশরথের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মা মঞ্জু রানী। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে (০১৭১৭৬৯০৯৮৫)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-সন্দ্বীপ সাহা, রূপালী ব্যাংক লি., সদর রোড কর্পোরেট শাখা, বরিশাল, হিসাব নং - ১৮২৭০ । ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×