ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিম নিবন্ধনে শেষ মুহূর্তে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ এপ্রিল ২০১৬

সিম নিবন্ধনে শেষ মুহূর্তে  উপচেপড়া  ভিড়

ফিরোজ মান্না ॥ সিম রিম পুনঃনিবন্ধনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শেষ সময়ে এসে কাস্টমার কেয়ার ও রিটেইলার বা এজেন্টদের দোকানে গ্রাহকদের উপচে পড়া ভিড় জমেছে। সিম বা রিম পুনঃনিবন্ধন করতে হবে। তাই তড়িঘড়ি সিম নিবন্ধনে। গ্রাহকদের এমন তড়িঘড়িতে বাদ সেধেছে এনআইডি সার্ভার। সার্ভারে সমস্যা দেখা দেয়ায় নিবন্ধন কার্যক্রম ব্যাহত হয়েছে দুপুর পর্যন্ত। অবশ্য এনআইডি সার্ভারের সমস্যার অভিযোগ তুলেছেন মোবাইল অপারেটররা। তবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অপারেটরদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, এনআইডি সার্ভারে (ন্যাশনাল পরিচয়পত্র) কোন সমস্যা নেই। অপারেটররা সিম রিম নিবন্ধন নিয়ে শেষ সময়ে টালবাহানা শুরু করেছে। তারা আরও সময় বাড়িয়ে নেয়ার জন্য এমন একটি মিথ্যা কথা প্রচার করছে। সমস্যা অপারেটরদের সার্ভারে। এটা তারা স্বীকার না করে দোষ চাপাচ্ছে এনআইডি সার্ভারের ওপরে। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় সিম রিম পুনঃনিবন্ধন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় হয়। ছুটির দিনে সকাল থেকেই নিবন্ধন কেন্দ্রগুলোতে গ্রাহকরা আসতে থাকে। সিম নিবন্ধনের জন্য আসা ব্যক্তিদের সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। গ্রাহকদের ব্যাপক উপস্থিতির কারণে সকালে কয়েক ঘণ্টার জন্য মূল ‘সার্ভার ডাউন’ হয়ে যায়। ফলে নিবন্ধনের কাজে সকাল থেকে দুপুর পর্যন্ত গতি কম ছিল। তবে কোন কেন্দ্রেই কাজ বন্ধ হয়নি। সার্ভারের ধীর গতির সময় ফরম পূরণসহ অন্যান্য কাজ হয়েছে। সার্ভার ডাউন নিয়ে অপারেটরদের অভিযোগ তোলা ভিত্তিহীন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র সার্ভার ডাউন হয়নি। সার্ভারে কোন সমস্যা হলে মোবাইল ফোন অপারেটরদের সার্ভারে সমস্যা হয়েছে। এটা ইচ্ছেকৃত কিনা বিষয়টি তদন্ত সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। ৯ থেকে ১০ কোটি সিম নিবন্ধন হলে সরকারের লক্ষ্য পূরণ হবে। যে সিমগুলো ঝরে পড়বে সেগুলো সন্ত্রাসী কর্মকা-ের জন্য বা অবৈধ ভিআইপি কাজের জন্য বা জঙ্গী অর্থায়নে ব্যবহার করা হতো। তাছাড়া এই সেক্টরে শৃঙ্খলা আনতেই সিম রিম পুনঃনিবন্ধন করা হচ্ছে। এখন থেকে যে কেউ ইচ্ছে করলেই রাস্তা থেকে সিম কিনতে পারবেন না। সিম কিনতে হলে বায়োমেট্রিক পদ্ধতিতেই কিনতে হবে। রূপগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা মীর আব্দুল আলীম জানান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম শুক্রবার রূপগঞ্জে এসে বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে। এনআইডি’ সার্ভার ডাউন হয়নি। মোবাইল অপারেটরদের সমস্যা কিনা তা দেখতে হবে। আমি মনে করি, অপারেটরদের আরও সচেতন হওয়া দরকার ছিল। এটা গণতান্ত্রিক সরকার, আমরা জনপ্রতিনিধিরা মানুষকে ভোগান্তি দেয়ার জন্য এখানে আসিনি। জনগণের প্রতি বর্তমান সরকার সব সময় শ্রদ্ধাশীল। সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা তা আজ শনিবার বিস্তারিত জানানো হবে।
×