ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনজামাম অনুপযুক্ত ॥ কাদির

প্রকাশিত: ০৫:০২, ৩০ এপ্রিল ২০১৬

ইনজামাম অনুপযুক্ত ॥ কাদির

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেটে উত্থান-পতনের মূলেই আছে রাজনীতি। আর সেজন্য বারবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনেক ধরনের ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এমনটাই দাবি দেশটির কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদিরের। টি২০ বিশ্বকাপে এবার দলের ব্যর্থতার কারণে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক ব্যাটসম্যান ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা ইনজামাম-উল-হককে। কিন্তু এ পদের জন্য তাকে অনুপযুক্ত ও আনফিট বলে দাবি করেছেন কাদির। এছাড়া প্রধান কোচ হিসেবে এই মুহূর্তে পাকিস্তান দলের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি স্যার ভিভিয়ান রিচার্ডস এমনটাই দাবি করেছেন তিনি। বিদেশী কোচ খোঁজার ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে বরং পাক ক্রিকেট ধ্বংসের দায়ী ব্যক্তি হিসেবে অভিযোগও করেছেন কাদির। সম্প্রতিই একটি বড় পরিবর্তন এসেছে পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপের পর টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি ও প্রধান কোচ ওয়াকার ইউনুস বরখাস্ত হয়েছেন। ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে করা হয়েছে পরবর্তী কোচ খোঁজার ক্ষেত্রে উপদেষ্টা। আর ইনজামাম ইতোমধ্যেই হয়ে গেছেন প্রধান নির্বাচক। এর কোনটিই সন্তোষজনক পদক্ষেপ মনে হয়নি কাদিরের কাছে। তিনি বলেন, ‘ওয়াসিম এবং রমিজ উভয়েই পাকিস্তানে থাকতে চান না। তারা এরচেয়ে ভারতেই থাকা পছন্দ করেন অর্থ উপার্জনের জন্য। তারা তখনই শুধু পাকিস্তানে আসেন যখন আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়। পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করার জন্য দু’জন সমানভাবে দায়ী। আমি জানি তারা এখন চেষ্টায় থাকবেন অস্ট্রেলিয়া থেকে কোচ আনতে। কিন্তু আমাদের দেশে জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবাল ও জহির আব্বাসদের মতো কিংবদন্তি থাকতেও সেটা করা অপমানজনক হবে।’ এ কারণে তিনি মনে করেন এই মহূর্তে বিদেশী কোন কোচ নিয়োগ দিতে হলে শুধু স্যার ভিভ রিচার্ডসই সবচেয়ে উপযুক্ত। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়ে স্মরণকালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন ইনজামাম। তার মাসিক বেতন ধরা হয়েছে ৯ লাখ রুপি। এ বিষয়ে কাদির বলেন, ‘অনেক কারণ আছে যার জন্য আমি ইনজামামের এ নিয়োগের সঙ্গে দ্বিমত পোষণ করি। ইনজামাম আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাকে প্রধান নির্বাচক করা হয়েছে যেটার অভিজ্ঞতা তাঁর শূন্য।’
×