ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ সেমিতে স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৫:০১, ৩০ এপ্রিল ২০১৬

আজ সেমিতে স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতকে হারিয়ে ঐতিহাসিক ‘প্রথম’ জয় অর্জন। তারপর নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উন্নীত। এবারের লক্ষ্য ফাইনালে নাম লেখানো। বলা হচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৪ জাতীয় বালিকা ফুটবল দলের কথা। এএফসি অনুর্ধ-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ দ্বিতীয় সেমিতে স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তাজিকিস্তানের সঙ্গে এ আসরে ২০১৩ সালে বাংলাদেশ ২-২ গোলে ড্র করেছিল। প্রথম সেমিতে মুখোমুখি হবে ইরান বনাম ভারত। তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ‘বেঙ্গল টাইগ্রেস’ দল ভারতকে ৩-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে। কেননা তারা এর আগে কোন লেভেলের প্রতিযোগিতামূলক খেলাতেই এই দেশটিকে হারাতে পারেনি। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯-০ গোলে হারায় শোচনীয়ভাবে। এই আসরের সর্বশেষ ভার্সনে বাংলাদেশ সেন্ট্রাল জোনে বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৫ সালে এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে (নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত) এই স্বাগতিক নেপালকেই ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বিভিন্ন কারণে ওই শিরোপা জয় বাংলাদেশ বালিকা ফুটবল দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে আছে। কেননা মেয়েদের ফুটবলের যে কোন পর্যায়ের টুর্নামেন্টে বাংলাদেশ দলের এটাই প্রথম শিরোপা। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ অনুর্ধ-১৪ মহিলা দল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই আসরে অংশ নিয়ে তৃতীয় হয়েছিল তারা (ফেয়ার প্লে ট্রফিও লাভ করেছিল)। এখন দেখার বিষয়, সেমিতে বাংলাদেশ তাজিকদের পরাভূত করে আবারও ফাইনালে নাম লেখানো নিশ্চিত করতে পারে কি না।
×