ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলির জার্সি নাম্বার নিয়ে গবেষণা

প্রকাশিত: ০৫:০০, ৩০ এপ্রিল ২০১৬

কোহলির জার্সি নাম্বার  নিয়ে গবেষণা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটারদের মধ্যে কুসংস্কারটি বেশি কাজ করে। কুসংস্কার অনেক ক্রিকেটারের পায়ে পায়ে চলে। সংখ্যা তত্ত্বে বিশ্বাস অনেক খ্যাতিমান ক্রিকেটারের। অনেকের আবার বিশেষ আচার সবসময় একইভাবে করায় আস্থা। উদাহরণ আছে ভুরি ভুরি। বিরাট কোহলির জার্সির পেছনের সংখ্যা ১৮ হওয়ারও কি বিশেষ কোন কারণ আছে? ভারতের একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আছে। ওই সংখ্যার সাথে কোহলির আবেগ জড়িয়ে। তা নিয়ে চলছে গবেষণাও! অনুর্ধ-১৯ দলে খেলার সময় থেকে কোহলির জার্সি নম্বর ১৮। এই সংখ্যাটির বিশেষ তাৎপর্য আছে কোহলির কাছে। ২০০৬ সালে তার বাবা মারা যান। তারিখটা ছিল ১৮ ডিসেম্বর। তখন কোহলির বয়স ছিল ১৮। সেই থেকে পেছনে ১৮ সংখ্যাটিকে নিয়ে খেলে চলেছেন কোহলি। ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭ সংখ্যা নিয়েই যেমন আছে হিসেব। ৭ জুলাই তার জন্মদিন। আবার সংখ্যাটি লাকি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী একসময় ব্যাট করার সময় এক নম্বরের জার্সি পরতেন। ফিল্ডিং করার সময় অন্যটি। গুরুজির ছবি পকেটে রেখে খেলতে অভ্যস্ত সৌরভ সেটি করতেন সংখ্যা তত্ত্বে ভাগ্যের যোগ মেনে। আবার সময়টা ভাল যাচ্ছিল না বলে বীরেন্দর সেবাগ একবার জ্যোতিষের কাছে গেলেন। বলা হলো, সংখ্যাই দরকার নেই। সেবাগ সংখ্যা ছাড়া জার্সি পরে খেলেছেন। যুবরাজ সিংয়ের জন্ম ১২ ডিসেম্বর। জার্সির নম্বর তাই ১২। শচীন টেন্ডুলকরও কুসংস্কার মানতেন। নিজেকে তৈরি করার সময় সবসময় বাঁ প্যাড আগে বাঁধতেন। আবার রাহুল দ্রাবিড় ডান থাই প্যাড দিয়ে শুরু করতেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের গলায় ঝুলতো কালো তাবিজ। ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলের জার্সি নম্বর ৩৩৩। তার সেরা টেস্ট ইনিংস ৩৩৩। তাই জার্সি নম্বরও এখন সেটি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়ার পকেটে খেলার সময় সবসময় থাকতো জীর্ণ শীর্ণ লাল এক কাপড়ের টুকরা। উপমহাদেশের শুধু নয়, কুসংস্কার সব দেশের ক্রিকেটারদের কমবেশি ছুঁয়ে যায়।
×