ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা দাবি

প্রকাশিত: ০৪:৫৭, ৩০ এপ্রিল ২০১৬

হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা দাবি

স্টাফ রিপোর্টার ॥ দেশের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশ সংগঠন। একই সঙ্গে এলাকার জনগণের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। বলেন, দুর্নীতি ও গাফিলতির কারণে হাওর অঞ্চলের তৈরি বাঁধ ভেঙ্গে আজ হাওরবাসী সর্বশান্ত। গত সপ্তাহে পাহাড়ী ঢল ও অকাল বন্যায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জসহ হাওর অঞ্চলের ৭ জেলায় ইরি-বোরো ফসল তলিয়ে গেছে। হাওরের সব এলাকা এখন পানির নিছে। যে সময় কৃষকরা ফসল ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সে সময় অকাল বন্যায় ক্ষেতের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ফসল হারা কৃষকের এখন দিশেহারা। তাদের একটাই জিজ্ঞাসা আগামী দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবে। এ অবস্থায় হাওর অঞ্চকে দুর্গত এলাকা দাবি করে আগামী ফসল না ওঠা পর্যন্ত তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীন ভয়েস, হাওর অঞ্চলবাসী, আইনের পাঠশালা, ভাটিবাংলা সংস্কৃতি পরিষদ ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলসহ কয়েক সংগঠনের যৌথ আয়োজনে নাগরিক সমাবেশ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মোট উৎপাদিত ধানের এক পঞ্চমাংশ আসে হাওর থেকে। অকাল বন্যার হাত থেকে কৃষকের ফসল রক্ষা করার জন্য সরকারী অর্থে যেসব বাঁধ নির্মাণ করা হয়েছিল সেগুলো অকার্যকর হওয়ায় এবং তা সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে পুনর্নির্মাণ ও সংস্কার না করায় কৃষকরা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। অকাল বন্যা শুধু অদৃষ্টের পরিহাস নয়, দায়িত্বশীল কর্তৃপক্ষের চরম গাফিলতির পরিণাম। এতদাঞ্চলে হাওর রক্ষার বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের হলেও সরকারী এ বিভাগের গাফিলতি, দুর্নীতি ও ঠিকাদারদের কাজের প্রতি উদাসিনতা এবং নিম্নমানের কাজের জন্যই আজ হাওরবাসীর এ বিপদ।
×